যাত্রীবা‌হী ল‌ঞ্চের ধাক্কায় ট্রলার ডু‌বি

যাত্রীবা‌হী ল‌ঞ্চের ধাক্কায় ট্রলার ডু‌বি

ভোলার মেঘনা নদী‌তে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ৪ জে‌লেসহ এক‌টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ত‌বে ঘটনার কিছুক্ষণ প‌রে সব জে‌লে‌কে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দি‌কে ভোলার সদর উপজেলার ধ‌নিয়া ইউনিয়নের না‌ছির মাঝি গ্রামের মেঘনা নদী‌তে এ ঘটনা ঘ‌টে।

জীবিত উদ্ধার হওয়া জেলেরা হ‌লেন, মো. হিরণ মাঝি (৪০), জাকীর মাঝি (৩৫), জামাল মাঝি (৩৬) ও হিরণ মাঝি (২৮)। তা‌রা সবাই ধ‌নিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিল বাজার এলাকা বাসিন্দা ব‌লে জানা গে‌ছে।

না‌ছির মাঝি মৎস্য ঘা‌টের ব‌্যবসায়ী মো. এরশাদ ফরাজী এ তথ্য নিশ্চিত ক‌রে জানান, সকালের দি‌কে হিরণ মা‌ঝির নেতৃত্বে জাকীর মাঝি, জামাল ও হিরণ মাঝি না‌ছির

মাঝি-মদনপুরের মাঝামাঝি মেঘনা নদী‌তে ট্রলার চা‌লি‌য়ে আসলে হা‌কিমউ‌দ্দিন থে‌কে ঢাকাগামী এম‌ভি টিপু-০ লঞ্চের সা‌থে ট্রলার‌টির ধাক্কা লা‌গে।

এ‌তে ট্রলার‌টি দুম‌রে মুচড়ে ৪ জে‌লেসহ ডু‌বে যায়। প‌রে তা‌দের ডাক‌চিৎকা‌রে স্থানীয় জেলেরা ছুটে গিয়ে তা‌দের সবাই‌কে জীবিত উদ্ধার ক‌রে।

ভোলার ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হো‌সেন ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে জানান, জে‌লে‌দের পক্ষ থে‌কে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

অভিযোগ পে‌লে আইনগত ব্যবস্থা গ্রহণ কর‌া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *