ম্যাচ শুরুর আগ থেকেই মিরপুরের ঝিরিঝিরি বৃষ্টি আর থামলো না। আড়াই ঘন্টা অপেক্ষার পরও বৃষ্টি থামার সম্ভাবনা নেই দেশে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়। বিকেল পৌনে চারটায় অফিসিয়ালি ম্যাচটি বাতিলের ঘোষণা আসে।
খেলা শুরুর কথা দুপুর দেড়টায়। কিন্তু সকাল থেকেই বৃষ্টি নিয়ে চিন্তায় পড়েন বিপিএল-এর আয়োজকরা। অবশেষে সেই চিন্তা দু:চিন্তায় পরিনত হল।
দপুর গড়িয়ে গেলেও খেলা মাঠে গড়ালো না। মেঘে ঢাকা আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরতেই থাকলো। শীতের মাস মাঘেই যেন কালবৈশাখী হয়ে উঠলো। দেখা দিলো ঝড়ের আভাস।