কুড়িগ্রামের উলিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
মোবাশ্বের নেছারী নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামের উলিপুরে মােটরসাইকেল দুর্ঘটনায় শাহরিয়ার হােসেন বাদল (১৯) নামের এক যুবকের মত্যু হয়েছে। বুধবার(৩ মে) বেলা ১১টায় উলিপুর-রাজারহাট সড়কে উলিপুর সিনেমা হলের সামনে মােটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তার মত্যু হয়।
প্রত্যক্ষদর্শী, ও পুলিশ সূত্র জানা গেছে, উলিপুর পৌরসভার নারিকেল বাড়ী কুড়ারপাড় গ্রামের ফরিদুল ইসলাম বাবুর পুত্র শাহরিয়ার হাসান বাদল বুধবার সকালে পালসার মাটরসাইকেল নিয়ে বেড়িয়ে পড়ে। এরপর উলিপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় উলিপুর-রাজারহাট সড়কে উলিপুর সিনেমা হলের সামনে মাটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কে ছিটকে পড়ে।
হেলমেট না থাকায় তার মাথার সামনের অংশ থেতলে গিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হয় এবং ঘটনাস্থলেই তার মত্যু হয়। বাদল উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের স্কুল শাখার মানবিক বিভাগের ছাত্র।
উলিপুর থানা অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে বাদল মাটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে মাথায় আঘাত পায় এবং হাসপাতাল নেয়ার পথে তার মত্যু হয়।