প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নতুনভাবে করোনা হানা দিয়েছে। সবাই নিয়ম মেনে চলবেন। মাস্ক পরবেন। সবকিছু স্বাভাবিক চলুক আমরা চাই। উন্নয়নের বিভিন্ন কাজ করছি। ফলে আমরা দ্রুত এগিয়ে যাব। ২২ সালে কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প আছে আমরা সেগুলো উদ্বোধন করব। দেশের মানুষের জন্য গত ১৩ বছরে আমরা অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন করেছি। এটি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।
প্রাণঘাতী করোনা ভাইরাসে সতর্কতা মেনে চলার আহবান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ব্যাপক কর্মসূচি ছিল, কিন্তু আমরা সব ভার্চুয়ালি করছি।