মৃত বেড়ে ৩০, সীতাকুণ্ডের আগুনে

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :

ডিপোতে আগুন জ্বলছে

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘সকাল ১১টা পর্যন্ত ৩০ জন মারা গেছেন। লাশগুলো হাসপাতালের মর্গে রাখা আছে।’

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি চার শতাধিক।

 

শনিবার (৪ জুন) রাতের এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুই জন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন। একজনের নাম মনিরুজ্জামান (৩২)। আরেকজনের নাম জানা যায়নি।

 

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে আরও চার জনের নাম জানা গেছে। তারা হলেন মোমিনুল হক, মহিউদ্দিন, হাবিবুর রহমান ও রবিউল আলম।

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *