মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি ২২ বছর পর ফরিদপুরে গ্রেপ্তার

কুড়িগ্রামের মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি ২২ বছর পর ফরিদপুরে গ্রেপ্তার

মোবাশ্বের নেছারী নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম,শীর্ষ নিউজ২৪.কম

একটি হত্যা মামলায় মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ারুল ২২ বছর ছদ্মবেশ ধারণ করে পালাতক থেকে অবশেষে ধরাপড়ল পুলিশ ও র‌্যাব হাতে। দণ্ডপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর পৌরসভার পূর্ব শিববাড়ী এলাকার বাসিন্দা।

মঙ্গলবার রাতে র‌্যাব এবং পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায়। অভিযানে উক্ত মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামি আনোয়ারুল কে গেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা। তিনি জানান, ২০০১ সালে আনোয়ারুল ইসলামসহ তিনজন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানা এলাকায় নার্সারিতে কাজ করতেন।

ওই সালের সেপ্টেম্বর মাসে সেখানে একটি হত‌্যাকা‌ণ্ডের ঘটনা ঘটে। আনোয়ারুল ইসলাম ওই হত্যা কান্ডে জরিত থাকার অপরাধে আদালত তার মৃত্যুদণ্ড রায় প্রদান করে। কিন্তু রায়ের পর থেকে তিনি পালাতক ছিলেন।

সাজার ভয়ে ২২ বছর ছদ্মবেশ ধারণ করে দেশের বিভিন্ন জেলায় অবস্হান করে আসছিলেন তিনি। এবং কিছু দিন পরপর তার অবস্হান পরিবর্তন করতেন। ওসি জামান, আটকের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *