মুস্তাফিজ বর্ষসেরা টি-টুয়েন্টি একাদশে

বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: জস বাটলার (ইংল্যান্ড), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার-পাকিস্তান), বাবর আজম (অধিনায়ক-পাকিস্তান), এইডেন মারক্রাম (দক্ষিণ আফ্রিকা), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা), জস হেইজেলউড (অস্ট্রেলিয়া), ভানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)।

?( আপডেট খবর পেতে আমাদের সাথেই যুক্ত থাকুন শীর্ষ নিউজ টুয়েন্টিফোর ডটকম )

বর্ষসেরার সেই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান করে নিয়েছেন টাইগারদের পেস আক্রমণের তুরুপের তাস মুস্তাফিজুর রহমান। ২০২১ সালে মোট ২০ ম্যাচে ১৭.৩৯ গড়ে ২৮ উইকেট নেন মুস্তাফিজ। তাঁর ইকোনমি রেট ছিল মাত্র ৭.০০।

বর্ষসেরা টি-টুয়েন্টি একাদশে মুস্তাফিজ, নেই ভারতের কেউ।

চমক দেওয়ার ব্যাপার হলো, আইসিসির বছরসেরা টি-টোয়েন্টির একাদশে সুযোগ পাননি কোনো ভারতীয় ক্রিকেটার। বছর জুড়ে দুর্দান্ত করে বর্ষসেরা তালিকায় আছেন মোহাম্মদ রিজওয়ান। বছর সেরা একাদশের নেতৃত্বে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পেস আক্রমণেও আছেন পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *