মুখোমুখি মিশা-শিবা, এফডিসিতে বসছে আদালত
শীর্ষ নিউজ টোয়েন্টিফোর ডেস্কঃ
এফডিসিতে বসছে আদালত। বিচারকের সামনে জেরা করছেন মিশা সওদাগর ও শিবা শানু। কাঠগড়ায় দাঁড় করিয়ে কয়েকজনের সাক্ষ্য নিচ্ছেন মিশা।
তবে এটি বাস্তবের কোনো ঘটনা নয়। ‘এবার তোরা মানুষ হ’ ওয়েব ফিল্মের গল্পের প্রয়োজনে আইনজীবী চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর ও শিবা শানু।
শামীম আহমেদ রনি পরিচালিত এই ওয়েব ফিল্মে মিশা-শিবা ছাড়াও জুটি বেঁধে অভিনয় করেন ইয়ামিন হক ববি-রোশান। এছাড়া জ্যাকি আলমগীর, জাদু আজাদসহ অনেকে অভিনয় করছেন।
চলতি মাসের শুরুতে নারায়ণগঞ্জে এর দৃশ্যধারণ শুরু হয়। গতকাল থেকে এফডিসির ৮ নম্বর ফ্লোরে চলছে শুটিং।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।