মা সকালে – বাবার বিকালে মৃত্যু

শীর্ষ নিউজ টোয়েন্টিফোর ডটকম

একইদিনে বাবা-মাকে হারিয়ে অনাথ হয়েছে লালমনিরহাটের দুই বোন। সকালে তাদের মায়ের দেহ মেলে বাড়ির পাশে গলায় ফাঁস লাগানো অবস্থায়। পুলিশ তাদের বাবাকে ধরে নিয়ে যায় সন্দেহের বশে। বিকেলে থানায় তার মৃত্যু হয়। এই ঘটনা শোকাবহ করছে গ্রামবাসীকেও।

দুই বোন প্রিয়াঙ্কা রায় ও প্রিয়সি রায়। অভাবের সংসার হলেও বাবা-মায়ের সাথে সুখেই ছিলো তারা। কিন্তু আনন্দভরা সেই জীবনে হঠাৎ নেমে আসে অন্ধকার। গেলো শুক্রবার ভোরে মা সাবিত্রীর মরদেহ পাওয়া যায় বাড়ির পাশে। পুলিশ সন্দেহ করে তাদের বাবা হিমাংশুকে। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় থানায়।

কিন্তু সেখান থেকে ফিরে আসে হিমাংশুর মৃতদেহ। থানা হেফাজতে মারা যাওয়ার অভিযোগ উঠলেও পুলিশের দাবি, এটি আত্মহত্যা। শনিবার রাতে ময়নাতদন্ত শেষে দু’জনের মরদেহ আসে বাড়িতে। গ্রামের শ্মশানে একই চিতায় দু’জনকে দাহ করে গ্রামবাসী।হিমাংশুর ছিলো ছোট চায়ের দোকান আর সাবিত্রী রানী গ্রামে দিনমজুরির কাজ করতেন।

অভাবের সংসারে তারা স্বপ্ন দেখতো সন্তানদের পড়ালেখা করানোর। নবম ও পঞ্চম শ্রেনীর ছাত্রী প্রিয়াঙ্কা ও প্রিয়সির এখন দু’বেলা দু’মুঠো খাবারের যোগানও অনিশ্চিত। দুই বোনকে সান্তনা দিতে ছুটে আসছেন গ্রামবাসী ও জনপ্রতিনিধি। অনাথ দুই শিশুর ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারের সহায়তা কামনা করেছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *