মা-বাবা ভোট দিলেই সন্তান পাবে ১০ নম্বর!

 

ভারতের উত্তরপ্রদেশে নির্বাচন :

অভিভাবক ভোট দিলেই শিক্ষার্থী পাবে ১০ নম্বর!

মা-বাবা ভোট দিলেই সন্তান পাবে ১০ নম্বর –

বাবা-মা বা অভিভাবকরা ভোট দিলেই পরীক্ষায় অতিরিক্ত ১০ নম্বর পাবেন শিক্ষার্থীরা। ভারতের উত্তরপ্রদেশে আজ বুধবার চতুর্থ দফার ভোট চলছে। তারই মাঝে এমন ঘোষণা দিয়ে হৈ চৈ ফেলে দিয়েছে লখনৌয়ের একটি কলেজ।

 

কলেজ কর্তৃপক্ষ জানায়, আজ ২৩ ফেব্রুয়ারির এবং বাকি দফার ভোটে অভিভাবকরা ভোট দানে আগ্রহী হবে- এজন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে তাদের সন্তানরা পুরস্কার হিসেবে ১০ নম্বর পাবে।

 

কলেজের অধ্যক্ষ রাকেশ কুমারের দাবি, ভোটদানে উৎসাহ দিতে এবং ভোটারের উপস্থিতি বাড়াতেই এই ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন তিনি।

 

তিনি বলেন, ২৩ ফেব্রুয়ারি এবং বাকি দফার ভোটে শিক্ষার্থীদের অভিভাবকরা সক্রিয়ভাবে অংশ নিলেই পুরস্কার হিসেবে তারা অতিরিক্ত ১০ নম্বর পাবেন। কারণ আমরা চাই ভোটদানের হার ১০০ শতাংশ করতে।

 

কিন্তু এতে লাভ কী- এমন প্রশ্নে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের কাছে অধ্যক্ষ জানান, এতে দুর্বল শিক্ষার্থীরা অতিরিক্ত ১০ নম্বর পাবে। ফলে পরীক্ষাতে এই নম্বর তাদের পাস করতে সাহায্য করবে। কলেজ কর্তৃপক্ষের এমন ঘোষণায় ব্যাপক সাড়া ফেলেছে উত্তরপ্রদেশজুড়ে।

 

মোট সাত দফায় ভোট অনুষ্ঠিত হবে উত্তরপ্রদেশে। আজ চলছে চতুর্থ দফার ভোট গ্রহণ। শেষ দফার ভোট হবে আগামী ৭ মার্চ এবং গণনা হবে ১০ মার্চ।

সূত্র: আনন্দবাজার

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *