শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয় বিশ্বব্যাপী মা দিবস। এ হিসাব অনুযায়ী, আজ রোববার ৮ মে সারা বিশ্বে পালন করা হচ্ছে দিবসটি।
এ দিনটি মাকে বিশেষভাবে ভালোবাসা এবং শ্রদ্ধা জানানোর দিন।
এই মা দিবসে নতুন গান নিয়ে ভক্তদের মাঝে হাজির হলেন দেশের জনপ্রিয় গায়িকা ফাহমিদা নবী। গানটির শিরোনামও দেওয়া হয়েছে ‘মা’।
সংবাদ মাধ্যমকে এ ব্যাপারে আলমগীর হোসেন জানান, আজ ৮ মে আন্তর্জাতিক মা দিবস থেকেই গানটি দেখা যাবে বিভিন্ন টিভি চ্যানেলে। সেইসঙ্গে গানটি ইউটিউবেও সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
সম্প্রতি উত্তরার একটি শুটিং হাউজে এর মিউজিক ভিডিও নির্মাণ করা হয়।গানটির কথা ও সুর করেছেন সামিনা সালাম। এর সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু।
ভিডিওটিতে থাকছেন মা হিসেবে মডেল হয়েছেন দিলারা জামান। তার সঙ্গে আরও আছেন সালহা খানম নাদিয়া, আফিফা আনজুম ও আদ্রিকা আনজুম। ভিডিও পরিচালনা করেছেন আলমগীর হোসেন।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।