মায়ের হাঁসি
তাত্ত্বিক কবি মোঃ আবুল কাশেম, রংপুর।
বাক শব্দ তোমার আমার, তামাম জীবের আছে
সব শব্দ এক নয় বহু সুরে, সুর গাঁথা আছে।
মায়ের ভাষা কত পরিপাটি, যেন বিনুনি গাঁথা
কারো সাথে কেউ মিলে না, সতন্ত্র সুরে গৎ বাধা।
মানবের বুলি, দেশ, সমাজ অস্তিত্বের ঠিকানা
বিশে^ মাকে জানাতে, কেন জীবন বাজী রাখব না?
গোটা পৃথিবী করেছি দখল, রক্তের বিনিময়
মা কেন থাকবে হীন মনে, কিসের এক সংশয়।
স্থায়ী হয়েছে বিবৃতি, বিশ^ বিবেকের কড়চায়
আজ নন্দিত বাংলা মায়ের, নেই কোন সংশয়।
হাসি তামাশা, গল্প কেচ্ছা, বলব মায়ের ভাষায়
রক্তাক্ত বাংলায় শান্তি পেয়েছে, শহীদের আত্মায়।
যারা দিল পবিত্র খুন, রক্ষায় মায়ের সম্মান
হব না বেঈমান, হতে দেবনা, মাকে অপমান।
ভাই এনেছে রক্তের বিনিময়ে, মায়ের আসন
মা বসেছে ধরার চূড়ায়, পরে সোনার বসন।