অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্ন ৫২ বছর বয়সে মারা গেছেন।
বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে একেবারে শীর্ষ সারিতে শেন ওয়ার্নের নাম। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ১৯৯২ সালের ২ জানুয়ারি, ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে। ১৪৫টি টেস্টে ৭০৮ উইকেট নিয়েছেন ওয়ার্ন। ১৯৪টি ওয়ানডেতে ২৯৩টি উইকেটও তার দখলে। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।
সম্প্রতি অ্যাসেজেও ধারাভাষ্য দিয়েছেন শেন ওয়ার্ন। কিংবদন্তি এই ক্রিকেটারের আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা ক্রিকেটবিশ্ব।
শেন ওয়ার্নের ম্যানেজার এক বিবৃতিতে জানান, শেন ওয়ার্ন থাইল্যান্ডে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ওয়ার্নকে তার ভিলায় অবচেতন অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসকরা সব চেষ্টা চালিয়েও তাকে ফেরাতে পারেননি।
শেন ওয়ার্নের পরিবার তার মৃত্যুর বিষয়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।