র্যাব-১৩ এর দায়িত্বপূর্ণ ০৮ (আট)টি জেলায় নিয়মিত রোবাস্ট পেট্রোল এবং চেকপোস্ট স্থাপনের মাধ্যমে মাদক উদ্ধার কার্যক্রম জোরদার করেছে র্যাব-১৩, রংপুর।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে।
র্যাব সদর দপ্তর এর নির্দেশনা অনুযায়ী অন্যান্য ব্যাটালিয়নের ন্যায় র্যাব-১৩ এর দায়িত্বপূর্ণ ০৮ (আট)টি জেলায় নিয়মিত রোবাস্ট পেট্রোল এবং চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এর অংশ হিসাবে মাদক উদ্ধার কার্যক্রম জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় গত ০১ অক্টোবর ২০২৩ তারিখ হতে অদ্যাবধি পর্যন্ত গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন
গোবিন্দগঞ্জ থানা মোড় চার মাথা হতে ৩৬৪ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজাসহ ১। সুমন্ত সাগর রায় অন্তর (২০), পিতা-শ্রী সনাতন বর্মন, সাং-পূর্ব সিন্ধুরনা, ২। মোঃ আজহারুল ইসলাম মিঠুন (২৬), পিতা-মোঃ আজিজুল ইসলাম, সাং-টংভাঙ্গা এবং ৩। শ্রী অনিত্য চন্দ্র জীবন (২১), পিতা-শ্রী ময়েশ^র চন্দ্র, সাং-্উত্তর সিন্ধুরনা, সর্ব থানা-হাতিবান্ধা,
জেলা-লালমনিরহাট, দিনাজপুর জেলার কোতয়ালী থানার রাজারামপুর এলাকা হতে ৫০৩ বোতল ফেন্সিডিলসহ মোঃ ইজাবুল হক ওরফে রিজু (৩৩), পিতা-মোঃ খাদমেৃুল হক, সাং-ওমরপাইল, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর, গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর থানাধীন নাগবাড়ীগামী কাঁচা রাস্তার উপর হতে ৫৫৫ পিস ইয়াবাসহ মোঃ রানা সরকার (৩২) পিতা-মোঃ নুরন্নবী সরকার, সাং-মধ্য ফরিদপুর, থানা-সাদুল্লাপুর, জেলা-গাইবান্ধা, লালমনিরহাট
জেলার কালিগঞ্জ থানাধীন গাগলারপাড় এলাকা হতে ৫০০ পিস ইয়াবাসহ মোঃ সরফত উদ্দিন (২৭), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-গাগলারপাড়, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট এবং সৈয়দপুর রেলওয়ে জেলাধীন লালমনিরহাট রেলওয়ে থানার রংপুর রেলওয়ে স্টেশন হতে ১২৮ গ্রাম হেরোইনসহ মোঃ আফজাল হোসেন সরদার (৫৮), পিতা-মৃত আজিমুদ্দিন সরকার, সাং-রসুলপুর কুমদপুর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করা হয়। অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলতে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
মূলকপি স্বাক্ষরিত….
মাহমুদ বশির আহমেদ
ফ্লাইট লেফটেন্যান্ট
সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া)
অধিনায়কের পক্ষে
মোবাঃ ০১৭৭৭৭১১৩০৩
তারিখঃ ০৭/১০/২০২৩ খ্রিঃ।