মাদকের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে হারাগাছ পৌর এলাকা

মাদকের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে
হারাগাছ পৌর এলাকা।

নিউজ ডেক্সঃ
রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকা ভাসছে মাদকের জোয়ারে।

বিশেষ করে এই এলাকায় এবং আশেপাশের বিভিন্ন এলাকা পরিনত হয়েছে মাদকের স্বর্গরাজ্যে।

এমন কোনো মাদক নেই, যা এখানে পাওয়া যায়না। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে হারাগাছ থানা থেকে এ এলাকাগুলোর দূরত্ব খুবই কম অবস্থান হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে সচরাচর মাদক বিরোধী কোনো অভিযান পরিচালনা করতে দেখা যায় না। ভয়ংকর এমন তথ্য বেরিয়ে এসেছে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে।

জানা গেছে, সম্প্রতি সরকারের পক্ষ থেকে মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি স্লোগানে স্থানীয় যুবক ও মুরুব্বীরা মাদক নির্মূলে স্বোচ্চার ভূমিকা পালন করলেও বিগত কয়েকমাস যাবৎ স্থানীয় সেচ্ছাসেবক দল নেতা তুষারের সহযোগীতায় মাদক বিক্রেতাদের একটি শক্তিশালী সিন্ডিকেট এলাকাগুলোতে মাদকের স্বর্গরাজ্য কায়েম করেছে।

এই সিন্ডিকেট এর মূল হোতা হারাগাছ পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুষার ইমরান।তিনি সব সময় মাদক কারবারিদের অর্থদিয়ে সহায়তা করে আসছে দীর্ঘদিন থেকে।

তার এহেন কর্মকান্ডে স্তব্ধ পুরো এলাকাবাসী। এর অবশ্য কারনও আছে। মাদক ব্যবসায় জড়িত এই সিন্ডিকেটকে প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা কিছু উচ্ছৃঙ্খল যুবক শেল্টার দিয়ে রাখায় ভয়ে তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।

তাঁর ওপর মাদক ব্যবসায়ীদের সাথে থানার কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তাসহ পুলিশ সোর্সদের সাথে রয়েছে দহরম-মহরম সম্পর্ক। যে কারণে, ইতিপূর্বে এলাকার যাঁরাই মাদক ব্যবসায়ী এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করেছে উল্টো তাঁরাই মাদক ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত হয়ে সেই গুটিকয়েক অসাধু পুলিশ কর্মকর্তাদের রোষানলে পরে হয়রানির শিকার হয়েছে।

যাঁর জন্য এলাকাবাসী নীরব দর্শক হয়ে মুখ বুজে সব সহ্য করছে। এছাড়া আর করারই বা কি আছে? অবস্থাদৃষ্টে এলাকাবাসী মনে করেন, এই মাদক ব্যবসায়ী সিন্ডিকেটটি রুখবার যেনো কেউ নেই। কারা এই মাদক ব্যাবসায়ী সিন্ডিকেট? এসব বিষয়ে থানা-পুলিশ সবকিছু জেনেও না জানার বাহানা ধরে থাকে।

কারণ ঐ সেচ্ছাসেবক দল নেতার সাথে মাদক কারবারিদের সাথে এবং হারাগাছ থানা পুলিশকর্মীদের সুসম্পর্ক আছে, তাঁরা কমিশন পায়।

মাদক ব্যবসায়ীদের ইতিপূর্বে র‌্যাব ও পুলিশের কাছে একাধিকবার মাদক বিক্রি করা অবস্থায় গ্রেফতার হলেও সম্প্রতি এঁরা জেল থেকে বের হয়ে এসে আবারো প্রকাশ্যে শুরু করেছে রমরমা মাদক ব্যবসা।

এমন পরিস্থিতে হারাগাছ পৌর এলাকার জনগন তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খুবই উদ্বেগজনক অবস্থায় দিন যাপন করছেন। তাঁরা মনে করেন, আগামী দিনে সুন্দর ভবিষ্যত, নতুন প্রজন্ম এবং উদীয়মান যুবকদের কথা চিন্তা করে এসব মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কোন বিকল্প নেই। মাদকের ভয়াবহ থাবায় গ্রাস হচ্ছে যুবসমাজ।

তাই তাঁরা এ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য দেশের এলিট ফোর্স র‌্যাবসহ সংশ্লিষ্ট আইন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করেছেন। এখন দেখার বিষয় ভুক্তভোগী এলাকাবাসী এই মরননেশা মাদকের বিষাক্ত ছোবল থেকে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পারেন কি-না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *