মাকে বাঁচানোর আকুতি শিক্ষার্থীর

 

রাজশাহী বিভাগীয় ক্রাইম রিপোর্টারঃ বুলবুল আহম্মেদ

রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ছাত্র সোহেল রানা। বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সগুনা গ্রামে তাঁর বাড়ি। বাবা আবদুস সোবহান পেশায় দিনমজুর।

নিজের শ্রমে-ঘামে উপার্জিত টাকা দিয়ে ছেলেকে পড়াশোনা করিয়ে কোনোভাবে সংসার চালাচ্ছিলেন তিনি। কিন্তু এরমধ্যেই অসুস্থ হয়ে পড়লেন সোহেলের মা রোকেয়া বিবি (৪৯)। তাঁর চিকিৎসার ব্যয়ভার মেটাতে গিয়ে সংসারে অভাব আরও প্রকট হওয়ার পাশাপাশি সোহেলের পড়াশোনা অনেকটাই থেমে গেছে। মায়ের চিকিৎসার জন্য সবার সহায়তা চেয়েছেন তিনি।

 

রোকেয়া বিবির চিকিৎসা চলছে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। হাসপাতালটির অধ্যক্ষ সাইফুল ইসলাম শীর্ষ নিউজ টোয়েন্টিফোরকে জানান, রোকেয়া বিবির দেহে ভাল্বের সমস্যা রয়েছে। ভাল্ব প্রতিস্থাপনে প্রায় চার লাখ টাকা খরচ হবে।

সোহেল রানা বলেন, বাবার উপার্জনের টাকায় কিছুদিন মায়ের চিকিৎসা চললেও পরে তা থেমে যায়। এরপর সংসারে জমানো কিছু টাকা আর সম্পদ বিক্রি করে চিকিৎসার খরচ চালানো হয়। এর মধ্যে চলতি মাসে ধরা পড়ে ভাল্বের সমস্যা।

চিকিৎসক পরামর্শ দিয়েছেন ভাল্ব প্রতিস্থাপনের। এ জন্য চার লাখ টাকা ব্যয় হবে বলে জানানো হয়েছে। তবে এই পরিমাণ টাকা নেই তাঁদের। বিক্রি করারও কোনো সম্পদ নেই আর। নিরুপায় হয়ে তাই সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *