ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন ৪২ যাত্রী
শীর্ষ নিউজ টোয়েন্টিফোর ডেস্কঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নুরমার দীঘি এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।
আগুনে বাসটি পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।প্রত্যক্ষদর্শীরা বলেন, রংপুর থেকে ছেড়ে আসা নিউ এডিশন নামের যাত্রীবাহী বাসটি ৪২ যাত্রী নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
ওই বাসের বৈদ্যুতিক তারে ত্রুটি দেখা দিলে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকে। তবে আগুনের পরিমাণ কম থাকায় বাসের যাত্রীরা সেটা অনুমান করতে পারেননি। পরে চলন্ত আরেকটি গাড়ির চালক বিষয়টি খেয়াল করে বাসের চালককে জানালে দ্রুত গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
যাত্রীরা গাড়ি থেকে নামার পরপরই পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের তৎপরতায় বেলা পৌনে একটার দিকে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।
এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো.সোহেল বলেন, স্থানীয় বাসিন্দারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছিলেন। ফলে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এড়ানো গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
আগুন নিয়ন্ত্রণের বিষয়েসীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল জানান, যাত্রীবাহী ওই বাসকে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেওয়ায় আগুন ধরে গেছে, এমন খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।
কিন্তু আগুন নেভানোর পর ওই বাস পর্যবেক্ষণ করে কোথাও ধাক্কা দেওয়ার চিহ্ন তাঁরা পাননি। সম্ভবত যান্ত্রিক ত্রুটি থেকে গাড়িতে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।