মহাসড়কের জায়গা দখল করে আওয়ামীলীগ অফিস নির্মাণ

কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়কের জায়গা দখল করে আওয়ামীলীগ অফিস নির্মাণ ।

মোবাশ্বের নেছারী নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম,শীর্ষ নিউজ২৪.কম

কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়কের জায়গা অবৈধভাবে দখলে করে আওয়ামী লীগের অফিস নির্মাণ করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। দোকান ঘর গুড়িয়ে দিয়ে নির্মাণ করা হয়েছে যাদুরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়।

শুক্রবার (৪ আগস্ট) উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ বাজার এলাকায় এ দখলের ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার (৬ আগস্ট) যাদুরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক ছানাউল্লাহ ও আনার আলীকে আসামি করে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ করেন আকবর আলী।

তবে জায়গাটি খাস খতিয়ানভুক্ত হওয়ায় তা দখল নিয়ে দলীয় কার্যালয় নির্মাণ করেন বলে দাবি ক্ষমতাসীন দলের ওই নেতা-কর্মীদের।

জমি দখলে যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহবুব আলম রিপন, যাদুরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক ছানাউল্যাহ, উপজেলা যুবলীগের সাংগঠনিক আব্দুল মালেক ও যাদুরচরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ কামাল সরকার এই পাঁচ নেতা নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

ভুক্তভোগী আকবর আলী অভিযোগ করে বলেন, তিনি ওই জমি নিয়ে রৌমারী সহকারী জজ আদালতে একটি মোকদ্দমা আনায়ন করে ডিক্রি প্রাপ্ত হন। এবং মোকদ্দমা আনায়ন করলে ২০২৩ সালে ৩০ জুলাই জেলা জজ আদালতের নাজীর, কমিশনার, পুলিশ, জারীকারক, ঢুলিগণ জমিতে গিয়ে পরিমাপ, পরিচিহিৃত করে লালশালু কাপড় দিয়ে খুঁটি পুতে ঢোল শহরতের মাধ্যমে আমাকে দখল বুঝে দেন।

এ সময় স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন। পরে শুক্রবার (৪ আগস্টে) আমার সেই ভোগদখলীয় জমিতে থাকা দোকানঘর ভেঙে দিয়ে অবৈধভাবে ৩ শতক জমি দখল করেন আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন যুবলীগ নেতা মোশারফ হোসেন। সেখানে তাৎক্ষণিক নির্মাণ করা হয় যাদুরচরচর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড শাখা কার্যালয়। টাঙিয়ে দেওয়া হয় দলীয় সাইনবোর্ড।

এছাড়া সায়দাবাদ বাজারে তার নির্মিত আরও দোকানঘর ভেঙে জমি দখলসহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেন ওই ক্ষমতাসীন দলের নেতারা।

যাদুরচর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হাফিজুর রহমান জানান, যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী মৌজার আরএস ২৪৯৩নং দাগটি খাস খতিয়ানভুক্ত। এই দাগে জায়গা রয়েছে ৭ একর ৯ শতক। এর নমধ্যে প্রায় ৩ শতক জায়গা দখল করে আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।

তবে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে দাবি করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) গোলাম মুর্তজা ফারুক।

সায়দাবাদ বাজারের মুদি দোকানদার আসাদুল, ফল ব্যবসায়ী লালচান মিয়া, মুদি দোকানদার রাসেল মিয়া, ডেকোরেটর দোকানদার আলতাফ হোসেন ও কম্পিউটারের ব্যবসায়ী জুয়েল আহমেদ বলেন, শুক্রবার জুম্মার নামাজের সময় দিন দুপরে দলবদ্ধ হয়ে দোকানঘর ভেঙে দিয়ে জায়গা দখল করেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।

ওই জায়গায় নির্মাণ করেন যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড শাখা কার্যালয়। এভাবে যদি জায়গা দখল করতে থাকে ক্ষমতাসীনরা, তাহলে আওয়ামী লীগকে কীভাবে ভোট দেবেন জনগণ।

যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী বলেন, ২৫ বছর ধরে ওই জায়গাটি আকবর আলী নামের এক ব্যক্তি ভোগদখল করে আসছেন। তিনি দুটি দোকানও ভাড়া দিয়েছেন। কিন্তু হঠাৎ করে শুক্রবার (৪ আগস্ট) দুপুরে যুবলীগ নেতা মোশারফ হোসেনের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে অবৈধভাবে দোকান ভেঙে জায়গা দখল করেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। তাৎক্ষণিক নির্মাণ করা হয় আওয়ামী লীগের কার্যালয়

যাদুরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ বলেন, ওই জায়গায় দুটি দোকান ছিল। তবে জমিটি ১ নম্বর খতিয়ানভুক্ত (খাস) ছিল। কিন্তু দখল করে দলীয় কার্যালয় নির্মাণের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

যাদুরচর ইউনয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ কামাল সরকারের দাবি, প্রতিমন্ত্রী জাকির হোসেনের নির্দেশে জায়গাটি দখল করে আওয়ামী লীগের অফিস করা হয়েছে।

কথা হয় যাদুরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেনের সঙ্গে। তিনি বলেন, জায়গাটি খাস খতিয়ানভুক্ত। বিষয়টি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রার সঙ্গে কথা বলে ওই জায়গাটি দখল করে আওয়ামী লীগের ওয়ার্ড কার্যালয় নির্মাণ করা হয়েছে।

তবে জায়গা দখল করে আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের বিষয়টি জানেন না বলে দাবি করেন রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা।

বিষয়টি জানতে চাইলে যাদুরচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছানাউল্লাহ বলেন, মিটিংয়ে আছেন বলে কলটি কেটে দেন।

যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ বলেন, সায়দাবাদ বাজারে রাস্তার পাশে কিছু ব্যক্তি দোকানপাট করতেন। যাদুরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেনের নেতৃত্বে সেই দোকানগুলো ভেঙে গেলে আওয়ামী লীগের ব্যানারে জায়গাটি দখল করেন এবং ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিস নির্মাণ করা হয়।

বিষয়টি জানতে রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের মোবাইল ফোলে একাধিকবার কল করলে তা রিসিভ করেননি তিনি।

রৌমারী থানার দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) আনসার আলী বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *