মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২২ জন গ্রেপ্তার

কুড়িগ্রামে মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২২ জন গ্রেপ্তার।

মোবাশ্বের নেছারী নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম,শীর্ষ নিউজ২৪.কম

কুড়িগ্রামের উলিপুরে মন্দির ভাংচুর, অগ্নিসংযোগ ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুটপাটের ঘটনায় চার্জশীট ভূক্ত ওয়ারেন্ট মূলে ২২জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (২০ আগষ্ট) রাতে উপজেলার গুনাইগাছ ও থেতরাই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার (২১ আগষ্ট) আদালতে পাঠানো হয়েছে। উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০২১ সালে ১৩ অক্টোবর রাতে দূর্গাপুজা চলাকালীন সময়ে উপজেলার থেতরাই, গুনাইগাছ ও বেগমগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৫টি মন্দিরে দূর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর, প্রতিমায় অগ্নিসংযোগ ও হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর লুটপাট করেন। এ ঘটনায় ওই সময় থানা পুলিশ ও মন্দির কমিটির সভাপতি বাদী হয়ে ৫টি পৃথক মামলা দায়ের করে ।

মামলায় নামীয় ৭৯জন ও অজ্ঞাতনামা ৬০০-৭০০ জনকে আসামী করা হয়। এরপর বিভিন্ন সময় অভিযান চালিয়ে পুলিশ ৬৬জনকে আটক করেন। দীর্ঘদিন তদন্ত করে পুলিশ আদালতে মামলা গুলোর চুড়ান্ত প্রতিবেদন দাখিল করলে পরবর্তীতে চার্জশীট ভূক্ত আসামীরা আদালতে হাজিরা না দেয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়।

গ্রেতারকৃতরা হলেন, উপজেলার থেতরাই ইউনিয়নের সাহাবুদ্দিনের ছেলে আব্দুর রশিদ(৬০), মোজাম্মেল হকের ছেলে রফিকুল ইসলাম(৫৪), বনিজ উদ্দিনের ছেলে আলেপ উদ্দিন(৫৩), দেলদার আলীর ছেলে জাহের আলী(৪৬), আব্দুর রহমানের ছেলে আব্দুল ওহাব(৪০), আজাহার আলীর ছেলে হাছেন আলী(৩৩), আইয়ুব আলীর ছেলে মমিন হোসেন(৩৫), আব্দুল জলিলের ছেলে জাহিদ হাসান(৩৪),

মহসীন আলীর ছেলে সৈয়দ আলী(৫১), আইয়ুব আলীর ছেলে মোকছেদুল মমিন(২০), আবুল হোসেনের ছেলে মাঈদুল ইসলাম(৩৪), আব্দুল জব্বারের ছেলে আলমগীর(৪০), নজরুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম কসাই(৩০), মহিজ উদ্দিনের ছেলে আব্দুল ওহাব(৪৫), আব্দুল হানিফের ছেলে শফিকুল ইসলাম(৩৫), আজির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম(৩৬), এরশাদুল হক (৫০),

আব্দুল হামিদ সরকারের ছেলে নুরুল হক সরকার নুরুল(৫৮), গুনাইগাছ ইউনিয়নের আব্দুল হাইয়ের ছেলে আবুল কামাল আজাদ(৪৮), ফকরুল ইসলামের ছেলে শিহাব উদ্দিন জুহরী(২০), মহির উদ্দিনের ছেলে কায়ছার আলী(৩৮), আব্দুল লতিফের ছেলে রিপন মিয়া (২৭)।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেফতারকৃতরা মামলার চার্জশীট ভূক্ত আসামী। সময়মত বিজ্ঞ আদালতে হাজিরা না দেয়ায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়। ওয়ারেন্ট মূলে তাদেরকে গ্রেফতার করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *