মন্ত্রী-এমপিরা ভাষা-স্বাধীনতার মান রাখতে ব্যর্থ : মোমিন মেহেদী

মন্ত্রী-এমপিরা ভাষা-স্বাধীনতার মান রাখতে ব্যর্থ : মোমিন মেহেদী
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সরকারের অধিকাংশ মন্ত্রী-এমপিরাই ভাষা-স্বাধীনতার মান রাখতে ব্যর্থ। তারা রাজনীতির নামে অপরাজনীতি করছে, ব্যবসায়ীদের অন্যায় দাবিগুলো মেনে নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধিতে সহায়তা করে তারা যে ব্যর্থ তার প্রমাণ দিচ্ছে বারবার। ২১ ফেব্রুয়ারি সকাল ১০ টায় বিডব্লিউএস মিলনায়তনে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এতে বক্তব্য রাখেন ধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ঢাকা বিভাগীয় সমন্বয়ক জোবায়ের মাতুব্বর প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ আরো বলেন, বাণিজ্য মন্ত্রী, খাদ্য মন্ত্রীসহ অধিকাংশ মন্ত্রীই ব্যবসায়ী হওয়ায় তারা জনগনের স্বার্থের কথা না ভেবে বিশ্ব বাজারের দোহাই দিয়ে দ্রব্যমূল্য বাড়াতে চাইছে এ কারণে যে, বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা তারা লালন করেন না। তারা লালন করেন আমাদের ভাষা-স্বাধীনতা বিরোধীদের চেতনা। আর তাই দ্রব্যমূল্য যখন বাড়ে, তখন তারা জনগনের কথা, ভাষা-স্বাধীনতার কথা ভুলে গিয়ে সেই সব ব্যবসায়ীদের পক্ষ নেয়; যারা ভাষা-স্বাধীনতাকে ভুলুন্ঠিত করছে প্রতিনিয়ত অন্যায়-অযৌক্তিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির মত জঘণ্য একটি কাজে যুক্ত থেকে।

এর আগে রাত দেড়টায় নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *