ভোলার ধনিয়ায় বিয়েবাড়িতে রাতের আঁধারে বিয়ের বাজার লুটপাট।
হালিম শেখ,বিশেষ প্রতিনিধি:শীর্ষনিউজ২৪.কম
ভোলার ধনিয়া দরিরাম শংকর এলাকায় রাতের আঁধারে এক বিয়ে বাড়িতে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।২৮ জুলাই শুক্রবার রাতে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দরিরাম শংকর এলাকার সুতা ব্যবসায়ী মোঃ মনির হোসেন বাড়িতে এই ঘটনা ঘটে।
ব্যবসায়ী মনিরের বাবা মুজিবুল হক বলেন, শুক্রবার দিন বিকেলে আমার ছেলের বিয়ের কথা ছিল। কিন্তু শুক্রবার রাতেই আমার বাড়ি লুট হয়।
আমি ফজরের নামাজ পড়তে উঠলে দেখি আমার আলমারি ভাঙ্গা কাপড় চোপড় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তখনই আমি বাসার সবাইকে ডাক দেই।আমার ডাক চিৎকার শুনে সবাই আসলে দেখে আমার দুই ছেলের বিয়ের জন্য বিদেশে থাকে আনা।
৪ভরি স্বর্ণের গহনা ও নগদ প্রায় তিন লক্ষ টাকার মতো লুট করে নিয়ে গেছে।ব্যবসায়ী মনির বলেন কেউ পরিকল্পিতভাবে আমার বাসায় লুট করেছে ।
স্থানীয়রা জানান ফজরের আজানের পরই এই বাসায় ডাক চিৎকার শুনে আমরা ছুটে আসি।এসে দেখি আলমারি ভাঙ্গা কাপড় চোপড় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং জানালার ছিটকানি ভাঙ্গা রয়েছে।মনিরের বাবা কান্নাকাটি করতেছে ।
স্থানীয় ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলামের সাথে ঘটনার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাকে মনির সকালবেলা ছয়টার দিকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলে আমার বাসায় কি হয়েছে একটু দেখে যান।পরবর্তী এসে দেখি বাসার আলমারি ভাঙ্গা ও কাপড় চোপড় এলোমেলো রয়েছে।
এবং জানালার ছিটকানি ভাঙ্গা রয়েছে ।কে বা কারা এই কাজ করেছে এখনো জানা যায়নি।