ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের লক্ষে রংপুর সিটি কর্পোরেশনের ৭টি ওয়ার্ডে ১৩জন ভিক্ষুককে ব্যাটারী চালিত অটোরিক্সা প্রদান

ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের লক্ষে
রংপুর সিটি কর্পোরেশনের ৭টি ওয়ার্ডে ১৩জন ভিক্ষুককে ব্যাটারী চালিত অটোরিক্সা প্রদান।

বার্তা সম্পাদক এম মিরু সরকার: শীর্ষ নিউজ ২৪.কম

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচি বাস্তবায়নের লক্ষে রংপুর সিটি কর্পোরেশনের ৭টি ওয়ার্ডে ১৩টি ব্যাটারী চালিত অটোরিক্সা প্রদান করা হয়েছে।

জেলা ষ্ট্রিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের লক্ষে রংপুর সিটি কর্পোরেশনের ৭টি ওয়ার্ডে ২০২২-২৩ইং অর্থবছরের প্রথম কিস্তির ১৩জন ভিক্ষুককে বিকল্প কর্মসংস্থান হিসেবে ব্যাটারী চালিত অটোরিক্সা প্রদান করা হয়। যার আনুমানিক ব্যায় ধরা হয়েছে প্রায় সাড়ে ৬লাখ টাকা।

আজ মঙ্গলবার দুপুরে শহর সমাজসেবা কার্যালয়ে ব্যাটারী চালিত অটোরিক্সা প্রাপ্ত ১৩জন ভিক্ষুকের হাতে অটোরিক্সা চাবি হস্তান্তর করেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহাবুবার রহমান মঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল আলম, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে এলাহী ফুলু,

১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গফ্ফার ও সংরক্ষিত কাউন্সিলর মোঃ মনোয়ারা সুলতানা মলি, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম পাইকার, পৌর সমাজ কর্মী আব্দুল মালেক, কৃষ্ণা রানী শাহা, ইমান আলী, রোমানা আক্তার বানু ও রাকিবুল ইসলামসহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর ও শহর সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *