ভাসমান জনগোষ্ঠীর টিকাদান শুরু রোববার থেকে
শামসুল হক আরও বলেন, রোববার সকাল থেকে আমরা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেবো। শিক্ষার্থীদের সংখ্যার উপর নির্ভর করবে দিনে কত সংখ্যক শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ভাসমান বা অস্থায়ীভাবে বসবাসকারীদের জনসনের টিকা দেওয়ার কথা ভাবছে সরকার। কারণ এটি সিঙ্গেল ডোজ টিকা।
আগামীকাল (রোববার) থেকে ভাসমান জনগোষ্ঠী এবং কওমি মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের মাঝে টিকাদান কর্মসূচি শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
বিকেলে বা সন্ধ্যায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ভাসমান জনগোষ্ঠীর টিকাদান কর্মসূচি শুরু হবে। ১ দিনে কত সংখ্যক মানুষকে টিকা দেওয়া হবে তা এখনো নির্ধারিত হয়নি। তবে প্রস্তুতি থাকবে অন্তত ১ হাজার মানুষকে টিকার আওতায় আনার।