আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২ টায় শুরু হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি।
বিশ্বের প্রথম দল হিসেবে আগামীকাল ওয়ানডে ক্রিকেটে ১ হাজারতম ম্যাচ খেলতে নামছে ভারত। নিজ মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হতে যাচ্ছে ভারতের ক্রিকেট ইতিহাসে মাইলফলক স্পর্শ করা হাজারতম ম্যাচ। এ ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হচ্ছে রোহিত শর্মার।
এখন পর্যন্ত ভারত-ওয়েস্ট ইন্ডিজ ১৩৩টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। ভারতের জয় ৬৪টি, ওয়েস্ট ইন্ডিজের ৬৩টি। ২টি ম্যাচ টাই ও ৪টি পরিত্যক্ত হয়।
ভারত দল:
রোহিত শর্মা (অধিনায়ক), রূতুরাজ গায়কোয়াড়, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, দীপক হুদা, ঋসভ পান্থ, দীপক চাহার, শারদুল ঠাকুর, যুজবেন্দ্রা চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান এবং লোকেশ রাহুল (দ্বিতীয় ওয়ানডে থেকে খেলবেন)।
ওয়েস্ট ইন্ডিজ দল:
কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, এনক্রুমার বোনার, ড্যারেন ব্রাভো, শামারাহ ব্রুকস, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রানডন কিং, নিকোলাস পুরান, কেমার রোচ, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ ও হেইডেন ওয়ালশ জুনিয়র।