ভারতে দাম কমলো ৯১.৫ রুপি গ্যাস সিলিন্ডারের

ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশীয় এলপিজি সিলিন্ডারের দামে স্বস্তি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হলেও গ্যাসের সিলিন্ডারের দাম না বাড়ানোর সিদ্ধান্তকে অনেকেই রাজনৈতিক বলে মনে করছেন। তবে গ্যাসের দাম না বাড়ায় আপাতত কিছুটা স্বস্তিতেই থাকছেন সাধারণ মানুষ।

 

ভর্তুকিবিহীন ইন্ডেনের ১৪.২ কেজি ওজনের সিলিন্ডারের রেট অপরিবর্তিত থাকায় ১ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে তা মিলবে ৮৯৯ রুপি ৫০ পয়সায়। কলকাতায় সিলিন্ডার কেনা যাবে ৯২৬ রুপিতে। মুম্বাইতে সিলিন্ডার পাওয়া যাবে দিল্লির হারেই। এর চেন্নাইতে সিলিন্ডারের দাম পড়বে ৯১৫ রুপি ৫০ পয়সা।

 

উল্লেখ্য, দেশটিতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম সর্বশেষ বাড়ানো হয়েছিল গত বছরের ৬ অক্টোবর। এর আগে কলকাতায় প্রতি সিলিন্ডারের দাম ছিল ৯১১ রুপি। ২০২১ সালের জানুয়ারি মাসে কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ৭২০ রুপি ৫০ পয়সা। অর্থাৎ গত এক বছরে লাফে লাফে ২০৬ রুপি দাম বেড়েছে রান্নার গ্যাসে। তবে ফেব্রুয়ারিতে আর রান্নার গ্যাসের দাম বাড়াল না কেন্দ্রীয় সরকার।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *