শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৩৮ রান তোলে ভারতীয় ব্যাটিং লাইন-আপ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন
যাদবের ৬৪ রান এবং লোকেশ রাহুলের ৪৯ রানের পর বাকিরা তেমন একটা পারফর্ম করতে পারেন নাই।
কিন্তু, ওয়েস্ট ইন্ডিজের কাছে এ রানের টার্গেট স্নায়ুর চাপের কারণ হয়ে দাঁড়ায়। তারা ১৯৩ রানে গুটিয়ে যায়।
প্রসিধ কৃষ্ণা একাই ৪ উইকেট নিয়ে ক্যারিবীয় দলে ধ্বস নামান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১২ রানে ৪ উইকেট নেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ২৩৭/৯ (রোহিত ৯, পান্ত ১৮, কোহলি ১৮, রাহুল ৪৯, সূর্যকুমার ৬৪, ওয়াশিংটন ২৪, হুডা ২৯, শার্দুল ৮, সিরাজ ৩, চেহেল ১১*, প্রসিধ ০*; রোচ ৮-০-৪২-১, জোসেফ ১০-০-৩৬-২, স্মিথ ৭-০-২৯-২, হোল্ডার ৯-২-৩৭-১, আকিল ৬-০-৩৯-১, অ্যালেন ১০-০-৫০-১)
ওয়েস্ট ইন্ডিজ: ৪৬ ওভারে ১৯৩ (হোপ ২৭, কিং ১৮, ব্রাভো ১, ব্রুকস ৪৪, পুরান ৯, হোল্ডার ২, আকিল ৩৪, অ্যালেন ১৩, স্মিথ ২৪, জোসেফ ৭, রোচ ০; সিরাজ ৯-১-৩৮-১, শার্দুল ৯-১-৪১-২, প্রসিধ ৯-৩-১২-৪, চেহেল ১০-০-৪৫-১, ওয়াশিংটন ৫-০-২৮-১, হুডা ৪-০-২৪-১)
ফলাফল: ৪৪ রানে জয়ী ভারত।
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে ভারত।
ম্যান অব দ্য ম্যাচ: প্রসিধ কৃষ্ণা।
দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ভারত। স্বাগতিকদের ২৩৮ রানের লক্ষ্য টপকাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। গতকাল বুধবার রাতে ওয়েস্ট ইন্ডিজকে ৪৪ রানে হারিয়েছে ভারত।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।