০৯/১০/১১ইং শনিবার দুপুরে ইলিশা কালুর মিয়ার হাট সংলগ্ন বাজারে পাশে খোকন মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে, খোকন মাঝির মেয়ে হেন (৫) ও জসিমের ছেলে জাইদুল( ৬) মারা যান, সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দুই চাচাতো ভাই বোন গোছল করতে গেলে জাইদুল পানিতে ডুবে যাচ্ছে দেখে হেনা তাকে বাচাতে যায়, পরে হেনাও পানিতে ডুবে যায়, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়, পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে বিষয়টি খুবই দুঃখজনক ও বেদনা দায়ক সূত্রঃ sirsonews24.com তাং১০/১০/২১