ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত হতে শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত হতে শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়:

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল (২৯ মে) থেকে শুরু হতে যাচ্ছে। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের ভর্তিযুদ্ধ। পরীক্ষায় অংশ নিতে একদিন আগে থেকেই ক্যাম্পাসে আসতে শুরু করেছেন ভর্তিচ্ছুরা। তাদের পদচারণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে রাবি ক্যাম্পাস।

রবিবার (২৮ মে) সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন ভর্তিচ্ছুরা। তাদের একাংশই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবস্থান নিতে দেখা গেছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, অনেকেই যথাসময়ে বাস-ট্রেনের টিকিট না পেয়ে ভর্তি পরীক্ষায় আগেই ক্যাম্পাসে আসতে হচ্ছে।

পরীক্ষা ২৯ মে (সোমবার) অনুষ্ঠিত হলেও ভর্তি পরীক্ষার তিনদিন আগে ২৭ মে রাতে নীলফামারী জেলা থেকে রাজশাহীতে এসেছেন নাসিম নামের এক শিক্ষার্থী।
তিনি বলেন,আমি ভর্তি পরীক্ষা দিতে আসছি। ভর্তি পরীক্ষার আগের দিনের টিকিট পাইনি কারণ সব টিকিট ইতোমধ্যে বুক হয়ে গেছে। ফলে আমরা ঢাকা হয়ে তিনদিন আগেই ক্যাম্পাসে চলে আসছি। এখানে এলাকার এক বড় ভাই রাজুর কাছে মতিহার হলে থাকবো বলে জানান তিনি।

আগামীকাল ২৯ মে ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে ৩০ মে এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ মে। ভর্তি পরীক্ষায় তিন হাজার নয়শত ত্রিশটি আসনের বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি।

এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি। এ হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করবে ৪৫ জন ভর্তিচ্ছু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *