শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
ইউক্রেনে সম্ভাব্য রুশ হামলা ঠেকানোর প্রচেষ্টায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস চলতি সপ্তাহের শেষদিকে ইউরোপের কয়েকটি দেশ সফর করবেন। তার কার্যালয় সূত্রে বৃহস্পতিবার এ কথা জানা গেছে।
তিনি ইউক্রেন ও পোল্যান্ড সফরকালে দেশ দু’টির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাত করবেন। এর পর শনিবার তিনি দক্ষিণাঞ্চলীয় জার্মান সিটি মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেএছাড়া জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এই সম্মেলনে বক্তব্য রাখবেন বলে ধারনা করা হচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেনও সম্মেলনে যোগ দেবেন।
লিজ ট্রাস তার সর্বশেষ এই কূটনৈতিক সফরের লক্ষ্যে কবে লন্ডন ত্যাগ করবেন সে সম্পর্কে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর কিছু জানায়নিউন্নত দেশের সংগঠন জি ৭ এ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করবেন বলে বুধবার জানিয়েছে জার্মানীর পররাষ্ট্র মন্ত্রণালয়।।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।