আজ জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বেলা ২টায়।
বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন নেই। অন্যদিকে তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। একাদশে এসেছেন কুইন্টন ডি কক, ওয়েন পার্নেল ও তাবরাইজ শামসি। বাদ পড়েছেন আন্দিলে ফেলুকওয়ায়ো, মার্কো জানসেন।
সাউথ আফ্রিকায় মাটিতে প্রথম ওয়াডে ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ আজ টস টিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছে। সেঞ্চুরিয়নে শুক্রবার প্রথম ওয়ানডের পর আজ দ্বিতীয় ম্যাচে জিতলে রেকর্ড গড়বে। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ।
তাছাড় আজ দলের অধিনায়কের জন্মদিনে এই ম্যাচটি জিততে চায় বাংলাদেশ। এমনই এক বড় অর্জনের হাতছানি এখন টাইগারদের সামনে।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকা একাদশ
টেম্বা বাভুমা, ইয়ানেমান মালান, কুইন্টন ডি কক, ওয়েন পার্নেল, তাবরাইজ শামসি ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, , ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, রাসি ফন ডার ডুসেন ও কাইল ভেরেইনা।
বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে টেস্ট জয় টাইগারদের যুগিয়েছে আত্মবিশ্বাস। তারই ধারাবাহিকতায় এবার দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম ওয়ানডে জিতে বড় স্বপ্নে চোখ সফরকারীদের। প্রথম ম্যাচ জয়ের নায়ক মেহেদি হাসান মিরাজতো বলেই দিয়েছেন, সিরিজ জয় নয় শুধু, বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে এশিয়া কাপ, বিশ্বকাপ জেতার।
নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকা ভয়ঙ্কর। ক্রিকেটবিশ্বের অন্যতম সেরা বোলিং লাইনআপ তাদের। কিছুদিন আগেই রাবাদা-এনগিডির বোলিং তোপে বিধ্বস্ত হয়ে দেশে ফিরেছে কোহলি-রোহিতের ভারত। যদিও বাংলাদেশ ভয় পাচ্ছে না। সাকিব-তামিমরা জানে, কিভাবে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হয়। প্রথম ওয়ানডের মত দলগত ভাবে খেললেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে বাংলাদেশ।
আইসিসি ওয়ানডে সুপার লিগে খুব বাজে অবস্থায় এখন দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা ১১ ম্যাচে ৩ জয়ে তাদের সংগ্রহ এখন মাত্র ৩০ পয়েন্ট। পয়েন্ট তালিকায় তলানিতে দাঁড়িয়ে এখন দক্ষিণ আফ্রিকা (১০ম)। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমা জানালেন, ‘রোববারের ম্যাচটিতে আমাদের জয়ের বিকল্প নেই। সব বিভাগেই আমাদের খেলার উন্নতি করতে হবে। বাংলাদেশের বিপক্ষে খেলছি বলেই পয়েন্ট আসবে, এটার কোনো নিশ্চয়তা নেই। আমাদেরকে নিজেদের ক্রিকেটটা খেলতে হবে।’
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স দক্ষিণ আফ্রিকার পয়া ভেন্যু। এই ভেন্যুতে এখন পর্যন্ত ৫০টি ওয়ানডে হয়েছে। তার মধ্যে ৩৭টি খেলে ২৭টিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ের জন্য আদর্শ এই ম্যাঠের পিচ। ওভার প্রতি গড় রান এখানে ৫.২০ করে।