স্পোর্টস ডেস্ক : শীর্ষ নিউজ টুয়েন্টিফোর ডটকম
বুধবার ঢাকায় আসছেন সিডন্স, ব্যাটিং কোচ হিসেবে :
গত ২২ জানুয়ারি বাংলাদেশের ভিসা হাতে পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘মাত্রই বাংলাদেশের ভিসা হাতে পেলাম, যেখানে হবে আমার কোচিংয়ের পরবর্তী ঠিকানা। আশা করছি আমার হাত দিয়ে কিছু তরুণ প্রতিভা বের করতে পারব। আমি একই সঙ্গে জাতীয় দল ও ডেভোলাপমেন্টের সঙ্গেও কাজ করব। তরুণদের প্রস্তুত করতে আমি ভালবাসি।’
প্রায় এক যুগ পর আবারও বাংলাদেশে ফিরছেন সাবেক টাইগার কোচ জেমি সিডন্স। এ নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই তার। সিডন্স এবার হেড কোচ নয়, জাতীয় দলের ব্যাটিং কোচ হচ্ছেন।
বাংলাদেশের ভিসা পেয়েই ভিডিও বার্তায় জানিয়ে দেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে আসার কথা।
বিসিবি সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টায় ঢাকায় পৌছাবেন এই অস্ট্রেলিয়ান কোচ। তার সঙ্গে আপাতত দুই বছরের চুক্তি করেছে বিসিবি। তবে ব্যাটিং কোচ হিসেবে বর্তমানে জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন দক্ষিণ আফ্রিকান অ্যাশওয়েল প্রিন্স। সেক্ষেত্রে সিডন্সের ভূমিকা কি হবে তা এখনো পরিষ্কার নয়।
আনুষ্ঠানিকভাবে কোন পর্যায়ে সিডন্স কাজ করবেন তা এখনো বলেনি বিসিবি। সিডন্স অবশ্য জানিয়েছেন, জাতীয় দল কিংবা ডেভোলাপমেন্ট ধাপ- যেকোনো জায়গায় কাজ করতে রাজি আছেন তিনি।
আবারও বাংলাদেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত সিডন্স ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘দুই বছর বাংলাদেশে কাটানোর পরিকল্পনা আছে।এই বছরের অক্টোবরেই অস্ট্রেলিয়াতে আমাদের একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আমি তরুণ কয়েকজন খেলোয়াড়দের নিয়ে কাজ করতে মুখিয়ে আছি। শুধু জাতীয় দল নয়, জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রামেও কাজ করব। আমি আগেও সেখানে কাজ করেছি। সেখানে কাজ করতে আমি ভালোবাসি।’
এর আগে সিডন্স বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে ২০০৭ সাল থেকে ২০১১ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। তবে বিশ্বকাপ ব্যর্থতার পর তৎকালীন বোর্ড তার সঙ্গে পুনরায় চুক্তি করেনি।তখন বেশ হতাশ হয়েই বাংলাদেশ ছাড়েন সিডন্স।
তবে বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটার বরাবরই স্বীকার করেন, সিডন্স থাকাকালীন বাংলাদেশ দলের আজকের তারকাদের ব্যাটিংয়ের ধরনটাই পাল্টে যায়। সাকিব, তামিম ও মুশফিকরা এ কথা অকপটেই স্বীকার করে থাকে।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।