শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
খেলার খবর
১২ মার্চ সাউথ আফ্রিকা রওনা হবে বাংলাদেশ দল। ৩ মার্চ সফরের জন্য ওয়ানডে ও টেস্ট স্কোয়াড জানায় বিসিবি। সেখানে দুই ফরম্যাটেই ছিলেন সাকিব। কদিন আগে তিনি জানান, প্রোটিয়াদের ডেরায় খেলার অনাগ্রহের কথা।
অবশেষে বিশ্রাম পেলো সাকিব আল হাসান। সাউথ আফ্রিকা সিরিজ’সহ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাকে বিশ্রাম দিয়েছে বিসিবি। এই সময় পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে সাকিব আল হাসানকে বিশ্রাম দেওয়া হয়েছে। ছুটি শুরু হবে ১২ মার্চ থেকে। বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
বুধবার এক সভা শেষে জালাল ইউনুস বলেন, ‘সাকিব যেহেতু বিশ্রামের কথা বলেছে। তার শারীরিক ও মানসিক ব্যাপারের কথা বলেছে। আজও আমাদের সঙ্গে কথা হয়েছে। পুরো সাউথ আফ্রিকা সিরিজেই থাকতে চাচ্ছে না। বিশ্রাম চাচ্ছে। তাকে এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত বিশ্রাম দিচ্ছি।’
সাকিবকে দলে রেখেই সাউথ আফ্রিকা সফরের টিম ঘোষণা করেছিলো বিসিবি। মানসিক ও শারীরিক অবস্থার কথা তুলে সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন দেশসেরা অলরাউন্ডার। যা নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অবশেষে সাকিবকে দুমাসের ছুটি মঞ্জুর করল টাইগার ক্রিকেটের অভিভাবক সংস্থা।
সিদ্ধান্তের পর জালাল ইউনুস বললেন, ‘আমরা চাই সাকিব সব ফরম্যাটেই খেলুক। কিন্তু সাউথ আফ্রিকা সিরিজ থেকে বিশ্রাম চেয়েছে। তাকে চাপ দেয়া ঠিক হবে না বিবেচনা করেই এ সিদ্ধান্ত।’
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।