বিষাক্ত ১৮টি কেমিক্যাল নিষিদ্ধ হচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক

সচিব জানান, বিষাক্ত এসব কেমিক্যাল নিষিদ্ধ করতে আমরা পরিবেশ মন্ত্রণালয় থেকে সব ধরনের ডিপার্টমেন্ট, মন্ত্রণালয়, ইউনিভার্সিটি, বিজনেস কর্নারসহ সবার সঙ্গে আলোচনা করেছি। তাদের বলেছি যে বাংলাদেশে এ ১৮টি কেমিক্যাল ব্যবহার না হওয়ায় এগুলো নিষিদ্ধ করে দেয়া দরকার।

 

 

পরিবেশ দূষণকারী ১৮টি বিষাক্ত কেমিক্যাল দেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয় সরকার হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

 

তিনি জানান, স্টকহোম কনভেনশন অন পারসিসটেন্ট অর্গানিক পলিউশনের (পিওপিএস) আওতায় ২০০৯ সালের কপ-৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কপ-৯ মেয়াদে ১৮টি বিষাক্ত রাসায়নিক নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয় সারাবিশ্বে। বাংলাদেশও এটিকে সমর্থন করতে চাচ্ছে।

 

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *