টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই আঙ্গকৃশের উইকেট হারায় ভারত। এরপর আরেক ওপেনার হারনুর সিংও ফেরেন দলীয় ৩৬ রানে। তবে ২য় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত।
সাইক রাশিদকে সাথে নিয়ে অধিনায়ক ইয়াস ঢুল ২০৪ রানের জুটি গড়লে বড় সংগ্রহের ভিত পায় ভারত। ঢুল ১১০ আর সাইক খেলেন ৯৪ রানের ইনিংস।
শেষ পর্যন্ত ৫ উইকেটে ২৯০ রানে থামে ভারতের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে অস্ট্রেলিয়ার যুবারা। মিডল অর্ডারে লাচিন শ’র ৫১ রান আর কোরে মিলারের ৩৮ রান ছাড়া বাকিরা ছিলেন ব্যর্থ।ভারতের হয়ে ভিকি ৩টি আর নিশান্ত ও রাভি নিয়েছেন ২টি করে উইকেট।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত
বুধবার অ্যান্টিগার কলিডজ ক্রিকেট গ্রাউন্ডে হওয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে উঠেছে ভারত।
টসে জিতে আগে ব্যাট করা ভারত ৫ উইকেটের বিনিময়ে ২৯০ রান তোলে। জবাবে অস্ট্রেলিয়া ৪৯ বল বাকি থাকতেই ১৯৪ রানে অলআউট হয়।
আগামী ৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে ভারত।