রংপুরে বেসরকারি গ্রন্থাগার এর
বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
৫ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদের রংপুর বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য অ্যাডঃ হোসনে আরা লুৎফা ডালিয়া ।
বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদের রংপুর বিভাগীয় সম্মেলন গতকাল ৫ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় রংপুর আহার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে ।সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইমাম হাসান ।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য অ্যাডঃ হোসনে আরা লুৎফা ডালিয়া ।
বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় মহাসচিব নাসিম আহমেদ । বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোঃ শাবাহাত আলী সাব্বু , মির্জা ওবায়দুর রহমান, মোঃ জামাল হোসেন । সভাপতিত্ব করবেন বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাবেক এ আই জি মালিক খসরু পি পি এম । সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল করিম ডলার ।
এতে রংপুর বিভাগের ৮ জেলার ১৫০ টি গ্রন্থাগারের ৩০০ জন সভাপতি সম্পাদকগণ অংশ নেন ।সম্মেলন সফল করায় মহান আল্লাহ্র নিকট লাখ কোটি শোকরিয়া ও সকলের প্রতি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ রংপুর জেলার সভাপতি মোঃ রেজাউল ইসলাম রেজা সাধারন সম্পাদক মোঃ নাজমুল করিম ডলার ও সাংবাদিক আশরাফ খান কিরণ অনুরোধ জানিয়েছেন ।
সম্মেলনে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হন রংপুর । রংপুর বিভাগের ৮ জেলার ৮ টি গ্রন্থাগারকে শ্রেষ্ঠ গ্রন্থাগার পুরস্কার প্রদান করা হয় । এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ।