টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মিনিস্টার ঢাকা। ওপেনার তামিম ইকবাল ৪৬ (৩৫) রানে বিদায় নেওয়ার পর রান আসে ধীরে। তবে শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ঝোড়ো ব্যাটিংয়ে হাফ ছেড়ে বাঁচে ঢাকা। শেষ পাঁচ ওভারেই আসে ৬৪ রান। মাহমুদউল্লাহ ৪১ বলে ৩টি চার ও ৪টি ছয়ে খেলেন ৭০ রানের অপরাজিত ইনিংস।
কুমিল্লার হয়ে ২ উইকেট নেন তানভির ইসলাম। ১টি করে উইকেট নেন মোস্তাফিজ, শহিদুল ইসলাম ও কারিম জানাত।
একই ওভারে মাহমুদুল হাসান জয়কেও ফেরান রাসেল। ৩০ বলে ৮টি চারে ৪৬ রান করা জয়কে বোল্ড করেন এই ক্যারিবীয়। এরপর থেমে যায় রানের চাকা।
আগের দিন ব্যাট হাতে ঝড় তোলা ক্যামেরুন ডেলপোর্ট আজ ৩ রান করে কাটা পড়েন রান আউটে। ১৭ রান করা কারিম জানাতকে ফেরান এবাদত হোসেন। আরফুলকে ১২ রানে ফেরান কায়েস আহমেদ। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১১৫ রানে থামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ঢাকার পক্ষে ২ উইকেট নেন আন্দ্রে রাসেল। ১টি করে উইকেট নেন রুবেল হোসেন, এবাদত হোসেন ও কায়েস আহমেদ।