বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সম্মেলন অনুষ্টিত।
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টারঃ জুয়েল ইসলাম
বাংলাদেশ প্রেক্লাব রংপুর বিভাগীয় সম্মেলন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হযেছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক ফরিদ খাঁন। রংপুর বিভাগীয় সভাপতি আঃ আজিজ চৌধুরী সাঈদ সভাপতিত্বে
বিশেষ বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সৈয়দ ফজলুল কবীর, বাংলাদেশ প্রেস ক্লাবের মহাসচিব সোহেল রানা,
অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক স্বাধীন সম্পাদক সুজন আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ফরিদ খাঁন বলেন বাংলাদেশ প্রেস ক্লাব ছায়ার মত সবসময় আপনাদের সাথে থাকবে ও আমার কোনো সহকর্মীর উপর কেউ অন্যায় ভাবে কোন হামলা মামল দেয় তদন্ত না করে সেই মামলার প্রতিবাদ করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন ৮ টি জেলার ৫৮ টি উপজেলার সভাপতি ও সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক ফরিদ খাঁন বলেন আমাদের সহকর্মী ক্যান্সার রোগে আক্রান্ত হলে সেই সহকর্মীর সকল খরচ বহন করবে বলে নিশ্চিত করেন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের আহবায়ক শহীদুল ইসলাম চৌধুরী, গাইবান্ধা জেলার সভাপতি মহাজ্জেম হোসেন আকন্দ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি
এ কেএম শফিকুল ইসলাম সান্টু, লালমনিরহাট জেলা শাখার সভাপতি, এস আর শরিফুল ইসলাম রতন প্রমাখ। ও নীলফামারীর জেলা শাখার সভাপতি, মাইনুল হক।
এসময় রংপুর বিভাগের ৮ জেলার সকল উপজেলার সভাপতি সম্পাদকগণ উপস্তিত ছিলেন।