বন্ধ হতে চলেছে ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি প্রকল্প

ঘোষণার দুই বছর পর বন্ধ হতে চলছে ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি প্রকল্প ডিয়েম অ্যাসোসিয়েশন। নীতিনির্ধারকদের বাধার মুখে গ্রহণযোগ্যতা পেতে ব্যর্থ হয়েছে লিব্রা নামে পরিচিত এ ক্রিপ্টোকারেন্সি।

ক্রিপ্টোকারেন্সি চালুর ক্ষেত্রে ডিয়েমে অ্যাসোসিয়েশনের ব্যাংকিং পার্টনার হিসেবে কাজ করতে চেয়েছিল সিলভারগেট। গত বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ থেকে সিলভারগেটের ওপর চাপ প্রয়োগ করা হয়। এতে লিব্রা চালুর বিষয়টি থমকে দাঁড়ায়।

এদিকে ডিয়েম অ্যাসোসিয়েশনের মুখপাত্র মাইকেল ক্রিটেনডেন দ্য ভার্জকে জানান, ব্লুমবার্গের প্রতিবেদনে বেশ কয়েকটি তথ্যগত ত্রুটি রয়েছে। তবে এ নিয়ে আর কথা বাড়াননি মাইকেল।

প্রযুক্তি বিষয়ক পোর্টাল এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, অনুমোদন না পাওয়ার পরিপ্রেক্ষিতে নিজেদের বিভিন্ন অ্যাসেট বিক্রির আলোচনা চালাচ্ছে ডিয়েম অ্যাসোসিয়েশন। যদি বিক্রি সম্পন্ন হয় তাহলে মার্ক জাকারবার্গের ডিয়েম প্রকল্পকে চিরবিদায় জানিয়ে দিবেন। / দ্য ভার্জ

নিয়মিত আপডেট পেতে শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *