বঙ্গবন্ধুর হাত ধরে সমবায় গঠিত- রংপুরে বিভাগীয় কমিশনার 

বঙ্গবন্ধুর হাত ধরে সমবায় গঠিত- রংপুরে বিভাগীয় কমিশনার
সমবায়ের মাধ্যমে বঙ্গবন্ধু এই আলেন্দন তুলে ধরেছে। বঙ্গবন্ধুর হাত ধরে সমবায় গঠিত হয়। এই গণমুখী সমবায় সাধারণ মানুষের অধিকার আদায়ে অতান্ত্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে করে দারিদ্র্য বিমোচন হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ হিসেবে  রুপান্তিত হবে বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।
সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে আজ শনিবার সকালে রংপুর টাউন হল রুমে ৫২ তম সমবায় দিবসের  র‍্যালী, পতাকা উত্তলন ও পায়রা উড়িয়ে দিবসটি উদ্বোধন শেষে বিভাগীয় সমবায়ের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে এই সমবায়ের যাত্রা শুরু হয়।  দেশকে স্মার্ট বাংলাদেশ গড়তে সমবায়ীদের আরো এগিয়ে আসতে হবে৷
এতে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, সমাবায়কে এগিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সহযোগিতা থাকবে। প্রধানমন্ত্রীর এই প্রকল্পকে আরো বেগবান করতে আমরা সর্বদায় প্রস্তুত আছি।
এসময় সমবায় যুগ্ম নিবন্ধন মৃনাল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জ অতিরিক্ত ডিআইজি পঙ্কজ চন্দ্র রায়,জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি তুষার কান্তি মন্ডল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সকল সমবায় কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *