বগুড়ায় বিক্রি হয়ে গেল চার তারা হোটেল নাজ গার্ডেন

বগুড়ায় বিক্রি হয়ে গেল চার তারা হোটেল নাজ গার্ডেন

রিপোর্টারঃ জীবন চন্দ্র রায়

 

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী শোকরানা বিএনপি থেকে পদত্যাগ করার পর এবার তার চার তারা হোটেল নাজ গার্ডেন বিক্রি করে দিয়েছেন। সম্প্রতি বগুড়ার প্রথম চার তারা হোটেলটি কিনে নেয় আকিজ শিল্পগোষ্ঠী। একই সঙ্গে একই সময়ে প্রভাবশালী এই ব্যবসায়ী বগুড়া শহরে তাঁর অন্যান্য দামি সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি শিগগিরই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কানাডায় স্থায়ী হচ্ছেন।

 

এসব প্রতিষ্ঠান বিক্রির জন্য তিনি অনেক আগে থেকেই ক্রেতা খুঁজেছিলেন। নাম প্রকাশ না করার শর্তে শোকরানার একজন বন্ধু জানান, রাজনীতি থেকে অবসরের পর তিনি তাঁর বড় সম্পত্তি নাজ গার্ডেনটি সম্প্রতি দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ আকিজ শিল্পগোষ্ঠীর কাছে বিক্রি করে দিয়েছেন। শিগগিরই আকিজ গ্রুপ তাদের সাইনবোর্ড লাগিয়ে মালিকানার আনুষ্ঠানিক ঘোষণা দেবে। তবে এই ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে।

 

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে অভিমানে শোকরানা সব সম্পদ বিক্রি করে দেশ ত্যাগের সিদ্ধান্ত নেন। হোটেলটি প্রায় ১৪ একর জমির ওপর নির্মিত ফোর স্টার হোটেল নাজ গার্ডেন এরই মধ্যে ১৫৭ কোটি টাকা দাম উঠেছে। তাঁর প্রত্যাশা এর দাম ২০০ কোটি টাকা হতে পারে।

 

 

১৫৭ থেকে ২০০ কোটি টাকা দাম নির্ধারণ করে প্রতিষ্ঠানটি বিক্রি করা হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিকে নাজ গার্ডেনের নতুন ক্রেতা তাঁদের প্রথম কর্মকাণ্ডের অংশ হিসেবে নাজ গার্ডেনের বারটি সর্বপ্রথম বন্ধ করে দিয়েছেন। এই বারের সাবেক ম্যানেজার বাদল জানিয়েছেন, সোমবার থেকেই বারের সব কর্মকাণ্ড বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এদিকে আকিজ শিল্পগোষ্ঠীর বগুড়া অফিসের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা এ ব্যাপারে মুখ খোলেননি। নাজ গার্ডেন কেনা সম্পর্কে কোনো তথ্য তাঁদের জানা নেই—এমন দাবি করেছেন। সোমবার শোকরানার ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করলে সেটি বন্ধ পাওয়া গেছে। নিয়মিত আপডেট পেতে শীর্ষ নিউজ ২৪ এ-র সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *