বইছে প্রশংসার ঝড়, দ. আফ্রিকার গণমাধ্যমে

 

প্রোটিয়া গণমাধ্যমে বাংলাদেশের প্রশংসায় জয়জয়াকার। ব্যাটে, বলে বা ফিল্ডিং-এ তিন জায়গাতেই ভালো খেলেছে বাংলাদেশ- এমন কথা উঠে এসেছে সেখানকার বেশির ভাগ গণমাধ্যমে। এই জয়ে টাইগারদেরকেই কৃতিত্ব দিচ্ছে দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম।

 

 

জোহানেসবার্গ টাইমস-এ সাংবাদিক টিসেতসো মালিপা শিরোনাম করেছেন, ‘প্রোটিয়াদের বিব্রত করে বাংলাদেশি অতিথিদের প্রথম সিরিজ জয়। ‘ রিপোর্টে তিনি শুধু বাংলাদেশের ক্রিকেটারদেরই নন, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে যাওয়া বাংলাদেশি সমর্থকদেরও উচ্ছসিত প্রশংসা করেছেন।

প্রোটিয়াদের মুগুরপেটা করে সেঞ্চুরিয়নে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়’- এমন শিরোনাম করেছে খোদ দক্ষিণ আফ্রিকারই ‘ইন্ডিপেন্ডেন্ট অনলাইন’। এমন নানা চটকদার শিরোনামে বাংলাদেশ ক্রিকেটের প্রশংসার ঝড় বইছে দেশটিতে।

 

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ওয়ানডে ম্যাচ জয়। সেই সাথে সিরিজও জিতেছে বাংলাদেশ। যা দেশের ক্রিকেট ইতিহাসে স্মরনীয় একটি জয়। তিন ম্যাচের সিরিজটি টাইগাররা জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। গতকাল তৃতীয় ওয়ানডেতে ৯ উইকেটের বিশাল জয় পায় টাইগাররা। খেলা থামলেও চলছে হারের নানা বিশ্লেষণ।

 

 

 

‘দ্য সিটিজেন’ লিখেছে, ‘প্রোটিয়াদের হতবাক করে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়। ‘ নিউজে লেখা হয়েছে, ‘ভারতকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব ধ্বংস হয়ে গেল। ব্যাটে-বলে সবদিক দিয়েই দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করে দিয়েছে বাংলাদেশ। ‘

 

‘দ্য সাউথ আফ্রিকান’ শিরোনাম করেছে, ‘বাংলাদেশের কাছে ঐতিহাসিক সিরিজ হারে লজ্জায় ডুবল প্রোটিয়ারা। ‘ সংবাদে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের ইনিংস বিরতির সময়কার বক্তব্য জুড়ে দেওয়া হয়েছে, ‘আমি বাংলাদেশের হয়ে ১৫ বছর ধরে খেলছি। আজ যদি জিততে পারি, সেটা হবে আমাদের সেরা অর্জনগুলোর একটি। ‘

 

‘ডেইলি মাভেরিক’ শিরোনাম করেছে, ‘প্রোটিয়াদের বিধ্বস্ত করে ২-১ ব্যবধানে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়। ‘ যাতে ৫ উইকেট শিকারী তাসকিন আহমেদকে ‘ধ্বংসাত্মক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *