ফেরদৌস অপু বিশ্বাসকে সঙ্গী করে ভারত যাচ্ছেন

ফেরদৌস অপু বিশ্বাসকে সঙ্গী করে ভারত যাচ্ছেন

 

ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। আজ মঙ্গলবার সকালে ঢালিউডের কুইনখ্যাত অভিনেত্রী অপু বিশ্বাসকে নিয়ে ভারতে উড়াল দিলেন তিনি।

 

আর এমন খবর ছড়িয়ে পড়তেই কৌতুহল বেড়ে যায় ভক্তদের মনে, কেনো অপুকে নিয়ে ভারত যাচ্ছেন এই অভিনেতা?

 

জানা যায়, অপু বিশ্বাস এবং ফেরদৌস ভারত যাচ্ছেন চলচ্চিত্র উৎসবের পারফর্ম করতে। আগামী ২৩ ফেব্রুয়ারি ভারতের আগরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় বারের মতো ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’।

 

এ উৎসবে পারফর্ম করবেন ফেরদৌস-অপু। এছাড়া সেখানে যোগ দেবেন জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম।

 

ঢাকায় ফেরার প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, সেখানকার কাজ শেষ করে সপ্তাহখানেক পর ঢাকায় ফিরব।

 

এ উৎসবে অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমীনসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *