ফুল বিক্রি করে সংসার চালান আনোয়ার

ফুল বিক্রি করে সংসার চালান আনোয়ার

উলিপুর.প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর পৌরসভার নারিকেলবাড়ী (পশ্চিম ছড়ার পাড়) গ্রামের কছিম উদ্দিন শেখের পুত্র আনোয়ার হোসেন ফুল বিক্রি করে সংসার চালিয়ে আসছেন। দীর্ঘদিন যাবত অভাব

অটাটনের মধ্যে চলছে তার জীবন যুদ্ধ। সবকিছু উপেক্ষা করে অসহায় আনোয়ার বেছে নিয়েছেন তার একমাত্র সম্বল ফুল চাষ ও বিভিন্ন জাতের ফলজ বৃক্ষের চাষ।

আনোয়ার হোসেন জানান, তিনি হত-দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা, মা,ভাই, স্ত্রী, পুত্র ও কন্যা সহ একই পরিবারে তাদের বসবাস। সামান্য জমিতে ফুল চাষ ও নার্সারির চারা গাছ বিক্রি করে তার একার পক্ষে সংসার চালানো খুব কষ্টকর।

গাছের চারার বীজের মুল্য বৃদ্ধির কারণে তিনি হিমশিম খাচ্ছে। সে জন্যে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, আনোয়ার খুবই হত দরিদ্র ঘরের সন্তান, সে অনেক ভালো মনের মানুষ। দীর্ঘদিন ধরে অনেক কষ্ট করে বিভিন্ন জাতের ফুল ও ফলজ বৃক্ষের চাষ করে সকলের কাছে স্বল্প মুল্যে বিক্রি করে অনেক সেবা দিয়ে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *