শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
স্পোর্টস ডেস্ক :
ম্যাচের ৩১তম মিনিটের মাথায় আল হিলালের রক্ষণভাগের খেলোয়াড়ের ভুলে বল পেয়ে যান লুকাকু। সেটা থেকে গোল আদায় করে নিতে ভুল করেননি তিনি। পরে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
- নিয়মিত আপডেট পেতে
- শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।
আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে বুধবার (৯ ফেব্রুয়ারি) সৌদি আরবের দল আল হিলালকে ১-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করেছে চেলসি। দুই দলের এই লড়াইয়ে কম যায়নি আল হিলালও। সমান তালে লড়লেছে তারা। তবে রোমেলু লুকাকু গোলে ফাইনার নিশ্চিত করেছে চেলসি।
আগামী শনিবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি কোপা লিবার্তোদোরেস জয়ী পালমেইরাসের মুখোমুখি হবে। এর আগে ২০১২ সালে একবার ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি ব্লুজরা।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।