বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল। শীর্ষে পয়েন্ট টেবিল এর।
ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন রিকারলিসন। ১টি করে গোল করেছেন লুকাস পাকুয়েতা ও ব্রুনো গুইমারেস।
বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সময় বুধবার সকালে তারা এই জয় নিয়ে ১৭ ম্যাচ থেকে ৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই থেকে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করল।
ম্যাচে প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে থাকে তিতের দল। ২৪ মিনিটে ব্রুনো গিমারেসের দারুণ পাস ধরে প্লেসিং শটে ব্রাজিলকে এগিয়ে নেন লুকাস পাকুয়েতা। ৪৫ মিনিটে ব্যবধান বাড়ায় রিচার্লিসন।
দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে গোল করেন ব্রুনো গিমারেস। নির্ধারিত নব্বই মিনিট শেষে যোগ করা এক মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং ব্রাজিলের চতুর্থ গোল এনে দেন রিচার্লিসন।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।