প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে ঢাকায় ধর্মঘট পালন।
আজ ৪ মে ২০২৩ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে ঢাকায় অবস্থান ধর্মঘট পালন করা হয়। ২০১৯ সালের নিয়োগ বিধি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের ন্যুনতম স্নাতক ডিগ্রী পাশ।
কিন্তু তাদের বেতন কাঠামো ১৩ গ্রেড। অন্য দিকে সিনিয়র স্টাফ নার্স, বি এস, ইউনিয়ন পরিষদ সচিব, ডাটা এন্ট্রি অপরাটর গণ সম যোগ্যতা নিয়ে নিয়োগ পেলেও তাদের বেতন স্কেল ১০ম গ্রেড।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ ১০ম গ্রেডের ন্যায্য দাবিতে ঢাকার প্রেস ক্লাবের সমনে মানব বন্ধন করে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে একটি স্মারকলিপি পেশ করেন।