প্রাণ গেলো দুই ইসরাইলি কমান্ডোর নিজেদের গুলিতে

তদন্তকারীদের বরাতে আল-জাজিরা জানায়, কর্মকর্তারা স্থানীয় সময় রাত ১১ টায় তাদের কোয়ার্টার ছেড়ে একটি প্রশিক্ষণ এলাকায় চলে যান এবং সম্ভবত টহল দিতে বেড়িয়ে পরেন।

 

কিছুক্ষণ পরে, তারা সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি অনুমান করে সতর্কতামূলক গুলি ছোঁড়েন।

( আপডেট সংবাদ পেতে সবসময় আমাদের পাশেই থাকুন Sirsonews24.Com )

কাছাকাছি টহলরত একই ইউনিটের এক সৈনিক তার যে অফিসার তা বুঝতে না পেরে তাদের দুজনকে গুলি করে হত্যা করে।ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে এবার নিজেদের গুলিতেই দেশটির দুই কমান্ডো কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরাইল বলছে, ভুলবসত গুলি চালানোর ফলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

 

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দেশটির সামরিক বাহিনী এক টুইটার বার্তায় জানিয়েছে, দুই কর্মকর্তা জর্ডান উপত্যকায় তাদের ঘাঁটির চারপাশে টহল দিচ্ছিলেন। এ সময় ভুলভাবে শনাক্ত হয়ে ইসরাইলের সেনাবাহিনীর গুলিতে তারা নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *