প্রবীণ ও প্রজন্মদের লড়াই ( উইলিয়াম, আল-আমিন )

প্রবীণ ও প্রজন্মদের লড়াই

উইলিয়াম, আল-আমিন, বাবুখাঁ, রংপুর

অশ্রু শুকিয়ে আধুনিক সভ্যতায় বাংলাদেশ,

একচল্লিশ এর আগে উন্নত হবে দেশ 

মনে পড়ে যায় গরুর গাড়ীতে চড়ে গিয়েছিলাম

জরাজীর্ন রাস্তাঘাট ছিল, দেখেছিলাম

অভ্যন্তরীণ শান্তিদেশবিদেশের বিনিয়োগ হবে,

অত্যাধুনিক যন্ত্রপাতি, কলকারখানায় ভরে যাবে

নারীপুরুষ সমন্বয়কে কাজে লাগালে ভাই,

কায়িক মেধা শ্রমে দ্রুত দেশ উন্নত হবে, প্রজন্মকে জানাই

সারাদেশে কাজকর্ম থাকবে দিন রাত,

অভাব অনটন, দুঃখ, দুর্দশা যাবে নিপাত

শুনে রাখ ভাই রংপুরে বড় বড় অট্টালিকা চোখে পড়বে,

আধুনিক যানবাহন দেখে প্রজন্মরা স্বপ্নে ভাসবে

দুরে নয় রংপুরে যে গ্যাস আসবে,

গ্রামগঞ্জে কলকারখানায় কর্মক্ষেত্রে মানুষ ছোটাছুটি করবে  

অফিসগুলো শহরের আনাচে কাঁনাচে দেখবে

গ্রাম শহরের লোকদের বন্ধনের দেখা মিলবে 

প্রজন্ম বলে উঠে মিথ্যা আশ্বাস দিওনা প্রবীণ ভাই,

বেকার থাকবে না প্রজন্মকে জানাই 

ডেভলোপার দ্বারা রংপুরে কিছু কিছু অট্টলিকা দেখা যায়,

বেকারত্ব দূর করার নিমিত্তে বের হবে অনেক উপায় 

কর্মসংস্থানে প্রতিটি পরিবারের শান্তি ফিরে আসবে,

প্রজন্মরা একচল্লিশের আগে উন্নত দেশ পাবে

অনেক রক্ত দিয়ে আমরা স্বাধীনতা এনেছি,

গভীর ষড়যন্ত্র থেকে মুক্তি পেয়েছি

প্রবীণ ভাই কিছুটা উপলব্ধি করেছি

মেট্রোরেল, স্বপ্নের সেতুগুলো টেলিভিশন, ফেসবুকে দেখেছি

প্রবীণ প্রজন্মদের লড়াইয়ে আমি পরাজিত ভাই,

হাতের নাগালে উন্নয়নের চিত্র দেখতে পাই 

অবশ্যই গ্লানি দুর হবে বাংলাদেশে,

একচল্লিশের আগে উন্নত হবে সারা দেশে 

 

উৎসর্গ, শ্রদ্ধেয়, তাত্ত্বিক কবি, মোঃ আবুল কাশেম  

মওলা ব্রাদার্স, কাচারী বাজার, রংপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *