প্রধানমন্ত্রী সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করলেন

প্রধানমন্ত্রী সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করলেন

 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই সেতুগুলোর উদ্বোধন ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রী ১৫০টি সেতুর পাশাপাশি ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের মাধ্যমে নির্মিত ১৪টি ওভারপাস, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ মিরপুর ভেহিকল ইন্সপেকশন সেন্টার,

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ডিটিসিএ নবনির্মিত ভবন, ময়মনসিংহের কেওয়াটখালী ও রহমতপুর সেতুর নির্মাণকাজ, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ কার্যক্রমও উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সড়কে দুর্ঘটনা রোধ করতে বাস-ট্রাক চালকদের রাস্তায় প্রতিযোগিতা বন্ধ করতে হবে। ‘এ জন্য তাদের মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ দিতে হবে’ বলেও জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী গাড়ির মালিকদের চালকের বিশ্রামের দিকে নজর দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘একটানা গাড়ি না চালিয়ে বিশ্রাম নিতে হবে। গাড়ি চালাতে তেল-পেট্রল লাগে। যিনি গাড়িটা চালাবেন তারও তো তেল-পেট্রল ঠিক থাকতে হবে। তারও কিন্তু শরীর, মাথা যেন ঠিক থাকে সেদিকে নজর রাখতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *