প্রধানমন্ত্রী সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করলেন
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই সেতুগুলোর উদ্বোধন ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী ১৫০টি সেতুর পাশাপাশি ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের মাধ্যমে নির্মিত ১৪টি ওভারপাস, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ মিরপুর ভেহিকল ইন্সপেকশন সেন্টার,
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ডিটিসিএ নবনির্মিত ভবন, ময়মনসিংহের কেওয়াটখালী ও রহমতপুর সেতুর নির্মাণকাজ, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ কার্যক্রমও উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সড়কে দুর্ঘটনা রোধ করতে বাস-ট্রাক চালকদের রাস্তায় প্রতিযোগিতা বন্ধ করতে হবে। ‘এ জন্য তাদের মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ দিতে হবে’ বলেও জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী গাড়ির মালিকদের চালকের বিশ্রামের দিকে নজর দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘একটানা গাড়ি না চালিয়ে বিশ্রাম নিতে হবে। গাড়ি চালাতে তেল-পেট্রল লাগে। যিনি গাড়িটা চালাবেন তারও তো তেল-পেট্রল ঠিক থাকতে হবে। তারও কিন্তু শরীর, মাথা যেন ঠিক থাকে সেদিকে নজর রাখতে হবে।’