প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাফল্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাফল্য

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার

বঙ্গবন্ধু’র জৈষ্ঠ্য কন‍্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কয়েক বছরের সাফল্য নিম্নরুপ-

টিসিবির মাধ্যমে ১ কোটি পরিবারকে স্বল্পমূল্যে তেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করছে সরকার। ফলে উপকৃত হচ্ছে নিম্নআয়ের প্রায় ৫ কোটি মানুষ।

দেশজুড়ে প্রায় ২৭ হাজার ডিজিটাল সেন্টার থেকে প্রতিমাসে ৭০ লাখ মানুষকে সেবা দিচ্ছে সরকার। যেকোন তথ্য-প্রযুক্তিগত সেবার জন্য আপনার নিকটস্থ ডিজিটাল সেন্টারে যান।

ভবিষ্যতের স্মার্ট প্রজন্ম গড়ার লক্ষ্যে শতভাগ শিশুকে উপবৃত্তির আওতায় এনেছে সরকার। ফলে বিনামূল্যে শিক্ষাসুবিধা পাচ্ছে ১ কোটি ৩০ লাখের বেশি শিশু।

২০০৬ সালে মেয়েদের প্রাথমিক শিক্ষার হার ছিল ৫৪%। বর্তমান সরকারের সময়ে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯৮.২৫ %।

২০০৬ সালে শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল মাসিক ১৪৬২ টাকা। বর্তমান সরকারের সময়ে তা দাঁড়িয়েছে ৮৩০০ টাকা।

২০০৬ সালে প্রবৃদ্ধির হার ছিল মাত্র ৫.৪০%। বর্তমান সরকারের সময়ে ২০২৩ সালে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭.২৫%।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে রংপুর এখন নৌকার শহরে পরিণত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে রংপুর এখন নৌকার শহরে পরিণত

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার

এখন রংপুর নগরীর যে দিকে চোখ যায় শুধুই দেখা যায় নৌকা আর নৌকা। প্রতিদিনই নতুন নতুন তোরণ, ব‍্যানার, ফেস্টুন, বিলবোর্ড এবং পোস্টার সাটানো হচ্ছে।

প্রত‍্যেকটিতেই থাকছে নৌকা। আসন্ন ২ আগস্ট জিলা স্কুল মাঠে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের গণ মহাসমাবেশ।

উক্ত গণ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু’র জৈষ্ঠ্য কন‍্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। এ গণ মহাসমাবেশকে ঘিরেই রংপুর নগরীর রোড ডিভাইডার, সড়কের দুই পার্শ্বে এবং ব‍্যস্ততম স্থানে শোভা পাচ্ছে বিভিন্ন রঙ বেরঙের নৌকা।

প্রিয় দল ও জননেত্রীর প্রতি ভালোবাসার এ নিদর্শন দেখে সাধারণ মানুষ বলছেন এ যেন নৌকার শহরে পরিণত হয়েছে। নগরীর জিলা স্কুল মোড়, বঙ্গবন্ধু চত্বর, সার্কিট হাউজ, লাল কুঠির মোড়, এবং প্রবেশদ্বারে, কাচারি বাজার মোড়, ডিসির মোড়, মেডিকেল মোড়, সিও বাজার, টার্মিনাল, সাতমাথা, মাহিগঞ্জ, দর্শনা, মর্ডান মোড়, স্টেশন মোড়, শাপলা চত্বর,

ছালেক মার্কেট, প্রেসক্লাবের সামনে, জাহাজ কোম্পানি মোড়, জিএল রায় রোডের ঝন্টুর মোড়, মিলনীর মোড়, পায়রা চত্বর, ভাঙা মসজিদ মোড়, সিটি বাজার মোড়, টাউন হল এলাকায় খোঁজ সহ নগরীর বিভিন্ন স্থানে নিয়ে জানা যায়, কোথাও অনেক আগে তোরণ, বিলবোর্ড, ব‍্যানার ও ফেস্টুন দেয়া হয়েছে। আবার কোথাও কোথাও কাজ চলছে।

বিশেষ করে নগরীর বিভিন্ন ব‍্যস্ততম স্থানে অনেক নেতা তোরণ নির্মাণ করছেন। প্রতিটি তোরণ চোখে পড়ার মত, উপরে রয়েছে দৃষ্টিনন্দন নৌকা। চলার সময় সাধারণ মানুষ আনমনে দেখেন নৌকাগুলো।

সূত্র হতে জানা যায়, গত ১৪ জুলাই / ২০২৩ ইং তারিখে রংপুর আওয়ামী লীগের বেশকিছু নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু’র জৈষ্ঠ্য কন‍্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির সরকারি বাসভবন গণভবনে সাক্ষাত করেন। ঐ সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন,

বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ‍্যক্ষ রংপুর-৫ আসনের সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেক রহমান।

তারপর তারা রংপুর আসার পরে থেকেই শুরু হয় রংপুর বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়নের কাজ। এতে সর্বস্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন জানান, তোরণ, বিলবোর্ড, ব‍্যানার ফেস্টুন এবং পোস্টারে সেজেছে রংপুর নগরী।

সকল নেতা কর্মীরা এসব দেয়ার সময় দলের প্রতীক রাখছেন। এখন রংপুর মানেই নৌকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভাগমন উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কাজ শুরু করেছেন রংপুর সিটি কর্পোরেশন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভাগমন উপলক্ষে
রংপুর নগরীর প্রধান প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কাজ শুরু করেছেন রংপুর সিটি কর্পোরেশন

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভাগমন উপলক্ষে রংপুর নগরীর প্রধান প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কাজ শুরু করেছেন রংপুর সিটি কর্পোরেশন।

রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানাগেছে, নগরী আরকে রোড সিও বাজার থেকে মেডিকেল মোড় দিয়ে মর্ডাণ মোড় হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দিয়ে লালবাগ হয়ে শাপলা চত্ত্বর দিয়ে পায়রা চত্ত্বর, সিটি বাজার, কাচারী বাজার, জিলা স্কুল দিয়ে চেক পোষ্ট পর্যন্ত রাস্তা সংস্কার, ফুটপাত ও ডিভাইডার পরিস্কার পরিচ্ছন্ন,

সার্কিট হাউস ও বঙ্গবন্ধুর মুর‌্যাল পরিস্কার পরিচ্ছন্ন, জেলা স্কুল মাঠ পরিস্কার পরিচ্ছন্নতা, মেডিকেল মোড় থেকে ডিসির মোড় পরিস্কার পরিচ্ছন্নতার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

এছাড়াও রংপুর পর্যটন মোটেল, সার্কিট হাউস, জিলা স্কুল, আরডিআরএস, বিভাগীয় ও জেলা প্রশাসনের কার্যালয়ে পরিচালিত হচ্ছে মশক নিধন কার্য্যক্রম।

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার ব্যক্তিগত সহকারী মোঃ শফিকুল ইসলাম মুিিন্স ওরফে হরকাতুল জিহাদ জানান, মাননীয় প্রধানমন্ত্রীকে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দেয়ার জন্য আমরা

গত কয়েক দিন যাবৎ রংপুর নগরীর প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কাজ শুরু করেছি। যা শেষের পথে। এজন্য রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ নির্লসভাবে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর শুভাগম উপলক্ষে পশুরাম থানা আওয়ামীলীগের বণার্ঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা ও প্রচার মিছিল অনুষ্টিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর শুভাগম উপলক্ষে
পশুরাম থানা আওয়ামীলীগের বণার্ঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা ও প্রচার মিছিল অনুষ্টিত।

আগামী ২রা আগষ্ট বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর শুভাগম উপলক্ষে এবং রংপুর জিলা স্কুল মাঠের মহাসমাবেশ সফল করার লক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর মেট্রোপলিটন পশুরাম থানা কমিটির আয়োজনে বণার্ঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা ও প্রচার মিছিল অনুষ্টিত হযেছে।

শুক্রবার বাদ আছর আশাশু উচ্চ বিদ্যালয়ে থেকে একটি মোটর সাইকেল শোভাযাত্রা ও প্রচার মিছিল বের হয়। মোটর সাইকেল শোভাযাত্রা ও প্রচার মিছিলটি পশুরাম থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় আশাশু উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।

শোভাযাত্রাটির নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর মেট্রোপলিটন পশুরাম থানা কমিটির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী হারাধন রায় হারা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর মহানগর কমিটির সদস্য এ্যাড. প্রশান্ত রায়, বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর মেট্রোপলিটন পশুরাম থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় উক্ত কর্মী সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ

রংপুর মেট্রোপলিটন পশুরাম থানা কমিটির সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম লেবু, আসাদুল্লাহ আসাদ, এ.কে.এম নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক কনক চন্দ্র রায়, প্রচার সম্পাদক জমসেদ আলী, সাংস্কৃতিক সম্পাদক নাসিরুল ইসলাম জিএম নজু, মহিলা বিষয়ক সম্পাদক মাসুদা পারভীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে ৩০টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে ৩০টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার

বঙ্গবন্ধু’র জৈষ্ঠ্য কন‍্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ আগস্ট আওয়ামী লীগ আয়োজিত রংপুর জিলা স্কুল মাঠের বিভাগীয় মহাসমাবেশ থেকে বিভাগের ৩০টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

আজ (২৭ জুলাই) বৃহস্পতিবার দুপুরে মাঠ পরিদর্শন শেষে নগরীর আরডিআরএস ভবনে সাংবাদিকদের এ তথ্য দেন
বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

সুজিত রায় নন্দী বলেন, প্রধানমন্ত্রীর কাছে চাইতে হয় না, তিনি খোঁজখবর নেন। তিনি জানেন কখন কী করতে হবে। রংপুরবাসী না চাইতেই উনার কাছে অনেক কিছু পেয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের পুত্রবধূ হিসেবে রংপুরের উন্নয়ন নিজ কাঁধে নিয়েছিলেন এবং উন্নয়নের মধ্যদিয়ে রংপুরকে বদলে দিয়েছেন। এবারও তিনি রংপুরকে সুখবর দেবেন।

বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন
এখন আমাদের রংপুরের পক্ষ থেকে দেওয়ার পালা। সেই সুযোগ এসেছে। প্রধানমন্ত্রীর জনসমাবেশকে জনসমুদ্রে পরিণত করে উনার প্রতি কৃতজ্ঞতা জানাবে রংপুরবাসী, আমরা সেই প্রত্যাশা করছি এবং সেই অপেক্ষায় রয়েছি। আশা করছি, স্মরণকালের সমাবেশ উপহার দিয়ে দেখিয়ে দেবে বাংলাদেশকে রংপুরবাসী।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সুজিত রায় নন্দী বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করছেন। সেটি সময় বলে দিবে। অচিরেই তিস্তার উন্নয়নে কাজ হবে।

প্রধানমন্ত্রীর জনসমাবেশে নিরাপত্তা বিষয়ে সুজিত রায় নন্দী সাংবাদিকদের বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সরকারিভাবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। এসএসএফসহ সরকারের বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থা বিষয়গুলো দেখছেন। তাছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নিরাপত্তার জন্য ৩০০ ভলানটিয়ার থাকবেন মাঠে।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইদ্রিস আলী, রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সদস্য সুমনা আক্তার লিলি, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনিসহ উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চার বছর পর রংপুরে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এ সফরকে ইতিবাচক হিসেবেই দেখছেন স্থানীয়রা। বিশেষ করে আশায় বুক বাঁধছেন তিস্তাপাড়ের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬০০ কেজি আম উপহার পাঠালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬০০ কেজি আম উপহার পাঠালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে।

শীর্ষ নিউজ২৪.কম

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক সবসময় ভালো। একে অপরকে প্রায়শই উপহার পাঠিয়ে থাকেন। ‘ছোটবোন’ মমতার জন্য নিয়ম করে প্রতি বছরই আম পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি। শেখ হাসিনার পাঠানো আম এরই মধ্যে পৌঁছে গেছে মমতার কাছে।

সোমবার (১২ জুন) দুপুর ১২টায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি গেটের নোম্যান্সল্যান্ডে আম পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়। আমবোঝাই ট্রাকটি বেনাপোল বন্দর থেকে গ্রহণ করেন কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা (অ্যাকাউন্ট) কাউসার সারোয়ার।

পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে আমের চালানটি হস্তান্তর করা হয়। এরপর হরিদাসপুরে হয়ে উপহারের আম পৌঁছায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে।

মমতা ও শেখ হাসিনার সম্পর্ক যে রাজনীতির ঊর্ধ্বে, তা বোঝাতে খামতি রাখেন না দুই নেত্রী। বিভিন্ন অনুষ্ঠান-আয়োজনে একে অপরের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছেন তারা।

প্রতি বছর মমতার কাছে আম-ইলিশসহ নানা ধরনের উপহার পাঠান শেখ হাসিনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও বিভিন্ন উৎসব-পার্বণে শাড়ি উপহার পাঠিয়ে থাকেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে।

এ বছর মমতার কাছে ৬০০ কেজি সুমিষ্ট আম উপহার পাঠিয়েছেন শেখ হাসিনা। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২৪০টি কার্টনে মোট ১ হাজার ২০০ কেজি আম পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। এর অর্ধেকটা গেছে মুখ্যমন্ত্রী মমতার বাড়িতে। বাকি আমগুলো কলকাতার বিভিন্ন বিশিষ্টজন এবং উপ-দূতাবাসের কূটনীতিক, কর্মকর্তা ও কর্মচারীদের দেওয়া হয়েছে।

শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এভাবে উপহার দেওয়া-নেওয়া দু’দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *